ঋণ শোধ না হওয়ায় বাড়ি খালী করল পিএনবি
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পাঁশকুড়া: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকে ২০১৫ সালে, রাজ্য সড়কের পাশে একটি দোতলা বাড়ি মর্টগেজ রেখে, ব্যাংক থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা লোন নিয়ে ওষুধ ব্যবসা শুরু করেছিলেন, পাঁশকুড়ার বাংলা মোড়ের বাসিন্দা, গোপাল মন্ডল। বেশ কয়েক বছর কেটে যাওয়ার পরেও সেই টাকা শোধ না দিতে পারায়, বুধবার ডি এম অর্ডার নিয়ে এসে, পাঁশকুড়া থানা পুলিশের সহযোগিতায়, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ বাড়ি খালি করায়।বছরখানেক আগেও এ বাড়ি খালি করতে এসে ঘুরে যান ব্যাংক কর্তৃপক্ষ, পরবর্তীকালে আজ ডিএম অর্ডার নিয়ে থানা পুলিশকে সামনে রেখে এই বাড়ি খালি করায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

















