আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি-র হাতে ধৃত অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ আর্থিক কেলেঙ্কারির মামলার তদন্তে অসহযোগিতা করার অভিযোগে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির হাতে গ্রেফতার হয় এক ব্যাক্তি। ইডি সূত্রে জানা যায়, বুধাদিত্য চট্টোপাধ্যায় নামে এক ব্যাক্তি নিজেকে ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে জাল ওয়েবসাইট খুলেছিল। এরপর সেই ওয়েব সাইট মারফত বিভিন্ন হাসপাতাল ও নার্সিংহোমের সাথে যোগাযোগ স্থাপন করে। একইসাথে সেই সমস্ত হাসপাতাল ও নার্সিংহোমের সাথে আর্থিক প্রতারণা করতো সে। স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত বিষয়ে আর্থিক প্রতারণা করার অভিযোগে ২০২২ সালে কলকাতার আনন্দপুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তারও হন। বহুদিন জেল বন্দী ছিল সে। কিছুদিন যাবত সে জামিন পেয়েছিল। পরবর্তীতে ইডির হাতে ওই মামলার তদন্তভার দেয় আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী বেশ কয়েকবার ইডি দপ্তরে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়। এদিন সকাল সারে ১১ টা নাগাদ পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে ই ডি দপ্তরে দীর্ঘক্ষন চলে স্বাস্থ্য পরিসেবা সংক্রান্ত জিজ্ঞাসাবাদ পর্ব। এরপরই ভুয়ো ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে ওয়েবসাইট মারফত স্বাস্থ্যকেন্দ্রে পরিসেবা সংক্রান্ত দুর্নীতির মামলার তদন্তে অসহযোগিতা করার অভিযোগ তুলে অভিযুক্ত বুধাদিত্য চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি।
আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডি-র হাতে ধৃত অভিযুক্ত
99%

















