জলের হাহাকার, বিক্ষোভে নারী শক্তি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পানীয় জলের তীব্র হাহাকার, সমস্যা সমাধানের আশ্বাস দিলেও মেলেনি সুরাহা। এই অভিযোগে কলসি নিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মহিলারা। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের কুমিরমারি এলাকা থেকে এমনই চিত্র ধরা পড়ে। সুনির্দিষ্ট সময়ে এলাকায় পানীয় জল পৌঁছায় না। একদিকে দিনে তিনবারের জায়গায় কখনো একবার, কখনো দুই দিনে একবার, আবার কয়েকদিন পেরিয়ে গেলেও জলের দেখা মোটেই পাওয়া যায় না। অন্যদিকে পাইপ লাইনের মাধ্যমে যে জল এলাকায় পৌঁছায় তা এতটাই ময়লা দুর্গন্ধযুক্ত, যে সেই জল পান করার ক্ষেত্রে একেবারেই অযোগ্য। দীর্ঘ দিন যাবত এমন সমস্যা থাকায় এদিন দুপুর ১২ টা নাগাদ কলসি নিয়ে বিক্ষোভে সামিল হয় এলাকার মহিলারা। দীর্ঘ সময় দুপুর রোদে বিক্ষোভ চলার ফলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিক্ষোভকারীদের কথায়, দীর্ঘ প্রায় ৬ বছর যাবত তারা এলাকায় ঠিকমতো জল পাচ্ছেন না। পানীয় জল সংগ্রহের জন্য ওই এলাকা থেকে দীর্ঘ প্রায় এক কিলোমিটার দূরে শেওরাপথ এলাকায় গিয়ে লাইন দিয়ে জল আনতে হয়। এমনকি ওই এলাকার কিছু অংশ ভেঙে নদীগর্ভে চলে যাওয়ায় নদীর জল ঢুকেছে গ্রামে। ফলে নদীর সেই নোনা জল দিয়েই দৈনন্দিন ক্রিয়াকর্ম এমনকি স্নানও করতে হয়। দীর্ঘদিন যাবত এলাকায় সৃষ্ট ওইরূপ জল সমস্যার কথা স্থানীয় মেম্বারকে তারা বহুবার জানিয়েছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে অনেকে কয়েকবার সেখানে গেছে, এমনকি পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে, কিন্তু সমাধান করেনি কেউ। এই অভিযোগে এদিন তারা আন্দোলনের পথ বেছে নেন বলে জানান তারা। এবার প্রতিশ্রুতি নয়, অনতিবিলম্বে এলাকায় সৃষ্ট পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান করতে হবে বলে দাবি জানায় তারা। ঘটনার খবর পেয়ে এলাকার প্রধান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলেন। একইসাথে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেবার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন দেখার বিষয় কতদিনে কুমিরমারি এলাকায় সৃষ্ট পানীয়জলের হাহাকার থেকে মুক্তি পায় এলাকাবাসী। কতদিনে পানীয় জলের জন্য এক কিলোমিটার পথ পাড়ি দেওয়া বন্ধ হয়।
জলের হাহাকার, বিক্ষোভে নারী শক্তি
0%

















