নববারাকপুরে রক্তার্ঘ্য শিবিরে মহিলা দের উৎসাহিত করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
দাবদাহ লাইভ, নববারাকপু্, নিজস্ব সংবাদদাতা: সংবিধানের ৭৫ তম বছরে সংবিধান প্রণেতা দের শ্রদ্ধা নিবেদনে বৃহস্পতিবার বিকেলে নববারাকপুর পুরসভার ১৬,১৭ ও ১৮ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় পূর্ব কোদালিয়া স্পোর্টিং ক্লাব ময়দানে কেবল মাত্র মহিলা দের রক্তার্ঘ্য নামাঙ্কিত শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।উপস্থিত ছিলেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, স্থানীয় পুর প্রতিনিধি নিখিল মালো, মিহির দে, পূজা গুপ্ত,সুমন দে, মনোজ সরকার, নির্মিকা বাগচী, ১৬ নং ওয়ার্ডের তৃণমূল মহিলা নেত্রী মৃদুলা সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর গন।মন্ত্রী বলেন ১১০ দমদম উত্তর বিধানসভা কেন্দ্রের নববারাকপুর এবং উত্তর দমদম পুরসভার মোট ৫৪ টি ওয়ার্ডে চলছে এই রক্তার্ঘ্য নামাঙ্কিত শিবির।২৩ জুন বিশরপাড়ায় শুরু হয়েছে ।চলবে জুলাই মাস ব্যাপী। তিনটি করে ওয়ার্ডে নিয়ে একটি করে শিবির হচ্ছে। বিগত চার বছর ধরে পশ্চিমবঙ্গ সরকারের অত্যাধুনিক প্রযুক্তি শীততাপ নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানে স্বাস্থ্যবিধি মেনে শিবিরগুলি হচ্ছে।কোন সময় রক্তসমর্পণ, কৃতজ্ঞতা আবার রক্ত আলিঙ্গন নামে হয়েছিল শিবির গুলি। মহৎ মানবিক উদ্যোগ। ওয়ার্ডের মহিলারা সন্মিলিত ভাবে রক্তদান শিবিরে সামিল হয়েছেন। এর থেকে ভালো কাজ আর কিছু হতে পারে না। সামাজিক দায়বদ্ধতা পালনে রক্তদান এখন একটা নি:শব্দ বিপ্লব পরিনত হয়েছে।রক্তদাতাদের কুর্নিশ অভিনন্দন জানাই।এলাকার তৃণমূল কংগ্রেস মহিলারা ঐক্যবদ্ধ ভাবে সামিল হয়েছে শিবিরে।মহিলাদের উদ্দীপনা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
নববারাকপুরে রক্তার্ঘ্য শিবিরে মহিলা দের উৎসাহিত করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
0%

















