বিদ্যাধরী নদীতে কুমির আতঙ্ক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বিদ্যাধরী নদীর চরে আচমকা দেখা মেলে একটি বিশালাকার কুমিরের। কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের খাস বালন্দা গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ রানীগাছি এলাকার বিদ্যাধরী নদীর পাড় থেকে এমন দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ রানীগাছি এলাকায় এদিন দুপুরে বিদ্যাধরী নদীর পাড়ে একটি বিশালাকার কুমিরের দর্শন মেলে। আচমকা এলাকায় ওই বিশালাকার কুমির দেখতে পেয়ে আতঙ্ক ছড়ায় স্থানীয় সহ মৎস্যজীবীদের মনে। কুমির দেখতে এলাকায় ভীড় জমায় বহু মানুষ। ওই এলাকায় এই প্রথম কুমির দেখতে পাওয়া যায় বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয়দের কথায়, পাশেই সুন্দরবন জঙ্গল। সেই জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে কুমিরটি হয়তো ওই নদীতে চলে এসেছে। ওই সময় নদীতে জোয়ার থাকায় কুমিরটি নদীর পাড়ে উঠে আসে। আর তাই লোকের নজরে আসে। খবর দেওয়া হয় বনদপ্তরে। খবর পেয়ে ঘটনাস্থলে বনদপ্তরের কর্মীরা পৌঁছে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকৃত কুমিরটি পূর্ণবয়স্ক, তাঁর শারীরিক পরীক্ষা নিরিক্ষার পর উপযুক্ত স্থানে কুমিরটিকে ছেড়ে দেওয়া হবে বলে বনদপ্তর সূত্রে খবর।
বিদ্যাধরী নদীতে কুমির আতঙ্ক
0%

















