জলাশয় বাঁচাও পরিবেশ বাঁচাও কনভেনশন
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ উত্তর ২৪ পরগণা জেলার বারাসাতে নন্দগড় উন্নয়ন সমিতির কার্যালয়ে পরিবেশ রক্ষা কমিটির ডাকে ‘জলাশয় বাঁচাও পরিবেশ বাঁচাও’ এক কনভেশনে ভরাট হওয়া সাড়ে সাত বিঘার জলাশয় পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার প্রস্তাবনা গৃহীত হয় এবং প্রশাসনের কাছে সজাগ থাকার নিবেদনও করা হয়। এই সংগঠনের আহ্বায়ক সমর কুমার দেবনাথের এক প্রস্তাবনায় জানা যায়, গত ১৪ জুন বারাসাত পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জলাশয়কে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে এক পত্রের মাধ্যমে মালিক পক্ষকে জানিয়ে দেন। অন্যথায় আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জানিয়েও দেন। ১১টি পরিবেশ বিষয়ে আন্দোলনকারী সংগঠন সহ নন্দগড় উন্নয়ন সমিতি মিলিতভাবে এই পরিবেশ রক্ষা কমিটি গঠিত হয় বলে জানা যায়। উল্লেখ্য, অর্থ পিপাসু জমির মালিক জলাশয় ভরাট করে জমি বিক্রির প্রবণতার বিরুদ্ধে গর্জে ওঠারও ডাক দেওয়া হয় বলে কমিটি সূত্রে জানা যায়।

















