প্রান্তিক পাট চাষীদের পাশে জে সি আই
দাবদাহ লাইভ, কোলকাতা, হিরণ ঘোষালঃ সম্প্রতি, কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে জুট কমিশনার মলয় কান্তি চক্রবর্তী ও জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজয় জোলে জানান, চাষী ভাইদের কাছ থেকে ন্যায্য মূল্যে পাট ক্রয়ে জেসিআই দায়বদ্ধ। এমন কি বাজারে রেট কমলেও জেসিআই সঠিক দামে ক্রয় করে। ৫৩ বছর ধরে প্রান্তিক চাষীদের পাশে থেকে তোসা, হোয়াইট, মেস্তা, বিমলি সহ বিভিন্ন ধরণের উন্নত মানের পাট উৎপাদনে জেসিআই সক্ষম বলে জানা যায়। উল্লেখ্য, বিগত বছরের তুলনায় ৬৫ – ৭০% পাট উৎপাদন হয়েছে বলে জানা যায়। ২০২৪-২৫ বর্ষে পাট উৎপাদন আরও উন্নত ও বেশী হবে বলে কর্মকর্তারা আশাবাদী।

















