রক্তদানে মিলবে একটি গাছের চারা
দাবদাহ লাইভ, বসিরহাট, হরিগোপাল দত্তঃ বসিরহাট টাউন হলে বসিরহাটের সিস্টার নিবেদিতা ট্রাস্টের ব্যবস্থাপনায় এক মহতি রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এখানে যেসব রক্ত দাতারা রক্তদান করলেন তাদের হাতে তুলে দেয়া হলো একটি করে গাছের চারা। তীব্র তাপদাহ ও বিশ্ব উষ্ণায়নের হাত থেকে রক্ষা পেতে গাছের বিকল্প নেই। তাই সংস্থার তরফ থেকে প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট পৌরসভার পৌর মাতা অদিতি মিত্র রায় চৌধুরী সহ বিশিষ্ট গুণীজনেরা। উদ্যোক্তা আফরা আহমেদ বলেন, বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্ত সংকট দেখা দিয়েছে। তাই একজন মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে আমরা এই আয়োজন করেছি। এই রক্তদান শিবিরে বহু গুণীজনেরা তারা রক্তদান করলেন। আগামী দিন আরও বড় করে এই ধরনের সামাজিক কাজে আমরা এগিয়ে আসব। যাতে কোন মানুষ রক্তের অভাবে প্রাণ যাতে না হারাতে হয়।
রক্তদানে মিলবে একটি গাছের চারা
0%

















