সাইকেলে ও পায়ে হেঁটে মাদক বর্জন ও পরিবেশ বার্তা
দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বিশ্ব ঔষধ অপব্যবহার দিবসে মাদক বর্জন সহ পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর থেকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত শহরে উপস্থিত হলেন বিখ্যাত সাইক্লিষ্ট লক্ষণ চক্রবর্তী ও হেঁটে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত রাণার এথলেট নন্দন চক্রবর্তী। স্থানীয় জেলার বারাসাত প্রেস ক্লাবের উদ্যোগে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই দু’ জন খ্যতনামাদিগকে সংবর্ধিত করেন ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত ও সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য। অনুষ্ঠানের সঞ্চালক অনন্ত চক্রবর্তী ও হীরণ ঘোষাল। অনুষ্ঠানের আয়োজনের দায়িত্বে নীতিবিকাশ ঘোষ সহ বিনয় সেন ও ইন্দ্রাণী সেন ও সদস্যগণ।

















