রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নিম্নমানের সামগ্রী দিয়ে দ্রুত গতিতে চলছে রাস্তা সংস্কারের কাজ। একদিনের বর্ষনে উঠছে মুঠো মুঠো খোয়া। যার জেরে ক্ষিপ্ত হয়ে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয় স্থানীয় জনগণ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের নিত্যানন্দ কাটি এলাকায় ঘটনাটি ঘটে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করায় নিত্যানন্দ কাটি এলাকায় শনিবার দুপুর ১২টা নাগাদ রাস্তা সংস্কারের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভে সামিল হয় স্থানীয়রা। বিক্ষোভকারীদের কথায়, স্বরূপ নগর ব্লকের বালতি নিত্যানন্দ কাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিথারী বলফিল থেকে মল্লিকপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে কয়েকদিন যাবত। দ্রুত গতিতে চলছে রাস্তা সংস্কারের কাজ। এর মধ্যে একদিন বর্ষন হওয়ায় পিচের তৈরী রাস্তা থেকে বেরিয়ে পড়েছে খোয়া। এলাকাবাসীরা হাত দিতেই মুঠো মুঠো খোয়া তাদের হাতে উঠে আসছে। এমনিতেই দীর্ঘদিন যাবত সংস্কারের অভাবে রাস্তাটি বেহাল অবস্থায় ছিল। বহুবার অভিযোগের পর দিন কয়েক আগে সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু রাস্তাটি সংস্কারের ক্ষেত্রে যে সমস্ত সামগ্রী ব্যবহৃত হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। বর্ষার মরশুমে ওই রাস্তা পুনরায় যাতায়াতের অযোগ্য হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। ঠিকাদার সংস্থাকে বেশ কয়েকবার বিষয়টি জানানো সত্বেও সংস্থা কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ। তাই মুলত বাধ্য হয়েই শনিবার ওই রাস্তার কাজ বন্ধ করে দেয় ক্ষুব্ধ এলাকাবাসিরা। পাশাপাশি এদিন তারা বালতি এলাকায় বিক্ষোভে সামিল হয়। দীর্ঘক্ষণ ধরে চলে সেই বিক্ষোভ। ফলে ব্যপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্বরূপনগর থানার পুলিশ। একইসাথে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে আশ্বাস দেবার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
নিউজ এক ঝলকে
রাস্তা সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে বিক্ষোভ
0%

















