পানীয় জলের দাবিতে পাম্প হাউজে ভাঙচুর
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পানীয় জল না পাওয়ায় একটি পাম্প হাউসে ভাঙচুর চালায় ক্ষিপ্ত গ্রামবাসীরা। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত বিশপুর গ্রাম পঞ্চায়েত এর বাইলানি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাইলানি এলাকায় শতাধিক পরিবার দীর্ঘ কয়েক দিন যাবত পানীয় জল পাচ্ছে না। পানীয় জল না পাওয়ায় ক্ষোভে ফুঁসছিল তারা। শেষমেশ ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় বাইলানি এলাকার পি এইচ ই দপ্তরের একটি পাম্প হাউসে ব্যাপক ভাঙচুর চালায় এলাকার ক্ষুব্ধ জন-সাধারণ। এমনকি পাম্প অপারেটরকেও মারধর করে এলাকাবাসী। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। পুলিশের সামনেই বিক্ষোভ দেখাতে থাকে ক্ষিপ্ত এলাকাবাসীরা। দীর্ঘ সময় পর্যন্ত চলে ওই বিক্ষোভ। পুলিশের পক্ষ থেকে দ্রুত পানীয় জল সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা।
পানীয় জলের দাবিতে পাম্প হাউজে ভাঙচুর
0%

















