বাইক আরোহীর মৃত্যুতে ধুন্ধুমার দেগঙ্গায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ ট্রাকের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘাতক ট্রাকটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা।পুলিশ অবরোধ তুলতে গেলে ধুন্ধুমার কান্ড শুরু হয় এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা থানার অন্তর্গত নূরনগর গ্রাম পঞ্চায়েতের আরিজিল্লাপুর এলাকার বারাসাত বাইপাস রোডে ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবক দত্তপুকুর থানার কোটরা গ্রাম পঞ্চায়েতের মোজপুর গ্রামের বাসিন্দা ২২ বছরের রাজা মুদি, আরিজিল্লাপুর এলাকার একটি কারখানায় দর্জির কাজ করতো। এদিন বেলা বারোটা নাগাদ এক বন্ধুকে সাথে নিয়ে বাইকে চেপে বারাসাত বাইপাস রোড ধরে অরিজিল্লাপুরে তাঁর কর্মে যোগ দিতে যাচ্ছিল রাজা। ওই সময় বিপরীত দিক থেকে একটি চাল বোঝাই ট্রাক যাচ্ছিল বেলেঘাটা বাজারের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আরিজিল্লাপুর এলাকায় চাল বোঝাই ট্রাকটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের সামনে সজোরে ধাক্কা মারে। ফলে বাইক থেকে ওই দুই যুবক রাস্তায় ছিটকে পড়ে যায়। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রাজার, অন্যজন আহত হয়। রক্তে ভাসতে থাকে রাস্তা। ওই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে ভাঙচুর চালায়। ওই স্থানে বাম্পার জরুরি, এই দাবি তুলে বিক্ষোভে সামিল হয় গ্রামবাসীরা। প্রায় দুই ঘন্টা যাবত রাস্তা অবরোধ করে চলে সেই বিক্ষোভ। ফলে যানজটের সৃষ্টি হওয়ায় নাকাল হতে হয় পথচলতি মানুষজনদের। খবর সম্প্রচারিত হতেই এসডিপিওর নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার বিশাল পুলিশ বাহিনী। দেহটি উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। পুলিশকে ঘিরে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিক্ষোভ দেখাতে শুরু করে। অবরোধ তুলতে গেলে গ্রামবাসীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের।বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠি উঁচিয়ে তাড়া করতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে পুলিশের সামনে থেকে ঘাতক লরিটিকে নিয়ে অন্যত্র চলে যায় ক্ষুব্ধ গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। দীর্ঘ প্রচেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে পুলিশ ঘাতক ট্রাকটিকে উদ্ধার করলেও, চালক পলাতক। চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে বলে জানায় পুলিশ।
বাইক আরোহীর মৃত্যুতে ধুন্ধুমার দেগঙ্গায়
0%

















