সিপিডিআর(ডব্লিউ বি)বারাসাত-মধ্যমগ্রাম শাখার রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, উত্তম চক্রবর্তীঃ উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রাম বসুনগর ১১নং ওয়ার্ডের দুর্গামন্ডপে ৯ই জুন মানবাধিকার সংগঠন সি.পি.ডি.আর.(ডব্লিউ. বি.) বারাসাত-মধ্যমগ্রাম শাখার উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। এই দিন দুই কবির সংগীত, নৃত্য, আবৃত্তি ও কাব্য নাটকে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠানটি।মঞ্চ পরিচালনায় ছিলেন প্রতাপ মন্ডল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ, ট্রাফিক সার্জেন দেবব্রত গিরি, সংগঠনের সভাপতি রঞ্জিত বনিক, সম্পাদক ডাঃ হেমন্ত মজুমদার, শ্যামল রায় চৌধুরী, মৌসুমি সাহা ও সংগঠনের অনান্য সদস্য এবং অনেক সাধারণ মানুষ।
সিপিডিআর(ডব্লিউ বি)বারাসাত-মধ্যমগ্রাম শাখার রবীন্দ্র-নজরুল সন্ধ্যা
0%

















