গোবরডাঙ্গা রঙ্গভূমির কবি প্রণাম ও বর্ষপূর্তি পালন
দাবদাহ লাইভ, হাবরা, দীপাঙ্ক দেবনাথ: নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম নাট্যদল গোবরডাঙ্গা রঙ্গভূমি গত ৯ই মে ১১ তম বর্ষে পদার্পন করে। গত ১৬ই জুন রঙ্গভূমি তাঁদের নিজস্ব রুপ টপ থিয়েটার স্পেসে কবি প্রণাম ও বর্ষপূর্তি উদযাপন করে। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির সদস্য তথা গোবরডাঙ্গা শিল্পায়নের কর্ণধার আশীষ চট্টোপাধ্যায়, খাঁটুরা চিত্তপটের পরিচালক শুভাশিস রায়চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, আশীষ কুমার ঘোষ সহ আরো বিশিষ্টজনেরা। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন গোবরডাঙ্গা শিল্পায়নের অভিনেত্রী তথা নৃত্য শিল্পী তানিশা রায়। উক্ত অনুষ্ঠানে অংশ নেয় গোবরডাঙ্গার বিভিন্ন সংস্কৃতিক সংগঠন গুলির সদস্য, সদস্যারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক, সাংবাদিক পবিত্র কুমার মুখোপাধ্যায়, গোবরডাঙ্গা প্রেসক্লাবের সম্পাদক স্বপন কুমার দাস, বিশিষ্ট সাংবাদিক পাঁচু গোপাল হাজরা সহ আরো বিশিষ্টজনেরা। বাংলার কবিদের উপর বক্তব্য রাখছেন যমুনামুতি পত্রিকার সম্পাদক সরোজ কান্তি চক্রবর্তী। নাট্যদলের ১১ বছর পূর্তিতে গোবরডাঙ্গার বিভিন্ন দলের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন রঙ্গভূমির অন্যতম অভিনেত্রী সন্ধ্যা হালদার । নৃত্য,আবৃত্তি ও সংগীতের জলসার মন মুগ্ধকর পরিবেশ তৈরি হয় ওই সন্ধ্যায়। সর্বশেষ গোবরডাঙ্গা রঙ্গভূমির উপস্থাপনায় পরিবেশিত হয় পরিবেশ সচেতনতার উপর মাইম। এই দিনের অনুষ্ঠানের দর্শকের উপস্থিতি ছিল চোখে পরার মতো। গোবরডাঙ্গা রঙ্গভূমির কর্ণধার ও পরিচালক বিধান হালদার জানান, সকলের স্নেহ, ভালোবাসা, আদরে রঙ্গভূমির ১১ বছরের পথ চলা। এমন ভাবেই সকলের ভালোবাসার মাঝে শিল্পকে নিয়ে বেঁচে থাকতে চাই আমরা।
গোবরডাঙ্গা রঙ্গভূমির কবি প্রণাম ও বর্ষপূর্তি পালন
97%

















