হাতির দাঁতের মূর্তি সহ ধৃত এক
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ হাতির দাঁতের তৈরী বহুমূল্য মূর্তি বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয় এক কারবারি। উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমার বাগুইআটি থানার অন্তর্গত বাগুইআটি বাসস্ট্যান্ডে ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, হাতির দাঁতের মূর্তি বিক্রির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেয় বাগুইআটির বাসিন্দা অমিতাভ পাল নামে এক ব্যাক্তি। সেই বিজ্ঞাপন নজরে আসে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরোর আধিকারিকদের। এরপর ক্রেতা হিসাবে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করেন তারা। কথোপকথনে চলতি সপ্তাহের মঙ্গলবার ওই মূর্তি ক্রয়-বিক্রয়ের দিন নির্ধারিত হয়। নির্ধারিত দিনে বাগুইআটি বাসস্ট্যান্ডে মূর্তি নিয়ে পৌঁছায় অমিতাভ পাল। অন্যদিকে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরো ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের যৌথ উদ্যোগে বাগুইআটির বাসস্ট্যান্ডে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। সেখানেই বহুমূল্য মূর্তি সহ ওই কারবারিকে আটক করা হয়। এরপর ওই ব্যাক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে আরও মূর্তি সহ বেশ কিছু সামগ্রী উদ্ধার করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল বিউরোর আধিকারিকেরা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়ে বুধবার সকাল সারে দশটা নাগাদ বিধানগর মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক। ধৃত কতদিন যাবত ওই কারবারের সাথে যুক্ত, কোথা থেকে কিভাবে বহুমূল্য হাতির দাঁতের মূর্তি সহ নানান সামগ্রী তাঁর কাছে আসে, তাঁর ওই কর্মকাণ্ডের সাথে আর কে বা কারা কিভাবে যুক্ত – উঠেছে এমনই নানান প্রশ্ন। সমগ্র তথ্য সংগ্রহে তদন্ত শুরু করেছে পুলিশ। একটি খুব বড় চক্র ওই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছে বলে পুলিশের অনুমান। তদন্ত সাপেক্ষে সমগ্র বিষয়টি উদঘাটন করা সম্ভব হবে বলে পুলিশ সূত্রে খবর।
হাতির দাঁতের মূর্তি সহ ধৃত এক
0%













