Banner Top

বিজয় মিছিলে উপ প্রধানের উপর হামলা, ধৃত ৪

                                                                   দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে  ভোট পরবর্তী হিংসার ঘটনা উঠে এসেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর লাগাতার হামলার অভিযোগ উঠে এসেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির পর এবার উঠে এসেছে আইএসএফের বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসার অভিযোগ। এবার তৃণমূলের বিজয় মিছিলে উপপ্রধানকে ধারালো অস্ত্রের কোপ মারায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা ব্লকের চাপাতলা গ্রাম পঞ্চায়েতের গোঁসাইপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হওয়ায় আনন্দ উদযাপন করতে রবিবার দেগঙ্গা থানার গোঁসাইপুরে বিজয় মিছিল বের করা হয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্বের উদ্যোগে। ওই বিজয় মিছিল চলাকালীন আচমকা আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা এসে চড়াও হয় হুমায়ুন রেজা চৌধুরীর উপর। তারপর ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপ মারা হয় বলে অভিযোগ। এর জেরে হাত পা সহ শরীরের একাধিক স্থানে আঘাত লেগে গুরুতর জখম হয় চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা চৌধুরী। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর জখম অবস্থায় তৃণমূল নেতা হুমায়ুন রেজা চৌধুরীকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন। এদিকে তার উপর হামলা চালানোর ঘটনায় গোঁসাইপুর এলাকা থেকে চারজন আইএসএফ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়। ধৃতরা পুলিশ হেফাজতে ও তদন্ত চলছে বলে জানা যায়।

বিজয় মিছিলে উপ প্রধানের উপর হামলা, ধৃত ৪
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment