দাবদাহ লাইভ, বারাসাত, নিজস্ব সংবাদদাতাঃ বারাসাতে তৃণমূল লিগ্যাল সেলের সভা। সেলের সভাপতি রফিকুল ইসলাম জানান, ভারতের লোকসভা নির্বাচনে প্রত্যেক মিডিয়া ফলাও করে এক্সিট পোলের হিসাবে বিজেপির জয়লাভ দেখালেও, বিশেষ করে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না মানার উল্লেখ করেন। তিনি জানিয়েছিলেন এই হিসেব উল্টে যাবে, বিজেপি -১২ আর তৃণমূল – ২৯; তাই সাধারণ মানুষকে এই সভার মাধ্যমে শুভেচ্ছা সহ কৃতজ্ঞতা জানিয়ে মোদির ধর্মীয় বিদ্বেষ ছড়ানো বিষয়ে সাবধান হওয়ার নিবেদন। পরিচালনায় স্থানীয় নেতৃত্ব সহ অলোক সমাজপতি ও সুশান্ত কুন্ডু।
নিউজ এক ঝলকে
96.5%













