Banner Top

প্রচারের শেষ লগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির

                                                                   দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ  শনিবার অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচনের শেষ অর্থাৎ সপ্তম দফার ভোট পর্ব।  বৃহস্পতিবার বিকেল-ই ছিল প্রচারের শেষ সময়সীমা। প্রচারের শেষ লগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির ধরা পড়ে বসিরহাটে। বারাসাত লোকসভার পাশাপাশি বসিরহাট লোকসভার বিভিন্ন এলাকায় শেষ লগ্নের প্রচারে এদিন সকাল থেকেই পথে নামতে দেখা যায় সমস্ত রাজনৈতিক দলগুলিকে। জোরকদমে চলে এদিনের প্রচার কার্য। এই শেষ লগ্নের প্রচার পর্বে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট থেকে এক অনন্য দৃশ্য ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। হাজী নুরুলের সমর্থনে পথে নেমে প্রচার করতে দেখা যায় পুরোহিতদের। বৃহস্পতিবার সকালে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার আইএনটিটিইউসি-র সভাপতি কৌশিক দত্ত-র নেতৃত্বে মিছিল করে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতনী ব্রাহ্মণ ট্রাস্টের বসিরহাট শাখার পুরোহিতরা। এদিন বসিরহাটের মার্টিন বার্ণ রোড সংলগ্ন কাছারিপাড়া, বার্মা কলোনি ও ষষ্ঠী বটতলা সহ একাধিক এলাকা ঘুরে প্রচার করেন তারা। তৃণমূল শ্রমিক নেতা কৌশিক দত্তের উদ্যোগে সেই মিছিল সংঘটিত হয়। মিছিলের উদ্যোক্তার কথায়, ” বর্তমানে বিভাজনের রাজনীতি দেখা যাচ্ছে সর্বত্র। গত দশ বছর ধরে  পুরোহিতরা তাদের সঙ্গে রয়েছেন। সনাতনীরা কখনো বিভাজনের কথা বলেন না। এদিনের মিছিলে তা স্পষ্ট। তারা কৃতজ্ঞ সনাতনী ব্রাহ্মণ ট্রাস্ট এর পুরোহিতদের কাছে। শেষ লগ্নের প্রচারে যেভাবে পুরোহিতেরা সম্প্রীতির নজির গড়লেন তা অতুলনীয়। এ প্রসঙ্গে ব্রাহ্মণ ট্রাস্ট এর পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলেন, রাজ্যের প্রায় সাত থেকে আট হাজার পুরোহিত মমতা ব্যানার্জির প্রকল্পে উপকৃত হয়েছে। বাম আমলে তারা যে সকল সুযোগ সুবিধা পায়নি, বর্তমানে সব তারা পাচ্ছে। মুলত সেই কারনেই  এদিন তারা বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম এর সমর্থনে সমবেথ হয়ে পথে নেমে প্রচার কারেন। 
প্রচারের শেষ লগ্নে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment