Banner Top

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ী পুকুরে মৃত ৩

                                              দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, তমলুক: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে জল ভর্তি পুকুরে পড়ে গেল প্রাইভেট গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ীতে থাকা চারজন যাত্রীর মধ্যে ৩ জন যাত্রীর মৃত্যু হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই দুর্ঘনাটি ঘটেছে ২৯ মে দুপুরবেলা, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় পুকুরে পড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে চারজনকে নিয়ে আসে ময়না স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে  দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাকি দুজনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে এবং অপর একজনকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ থেকে বের করে তমলুকে একটি প্রাইভেট  নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও ওই গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মৃত তিনজনের নাম বাসুদেব মাঝি বয়স ৩০, বাড়ি শ্রীরামপুর এলাকায়। বিদ্যুৎ শাসমল বয়স৪৬, বাড়ি পরমানন্দপুর এলাকায়, অপর একজন চিত্তরঞ্জন প্রামাণিক বয়স ৪৫, বাড়ি উত্তর চংরাচক এলাকায়। গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম শিবু হাজরা বয়স ২৮ বাড়ি মাপুর সবং এলাকায়।

জেলা নিউজ

শিলিগুড়ির ফলের বাজারে মালদার ল্যাংড়া আম

শিলিগুড়ির ফলের বাজারে মালদার ল্যাংড়া আম

                                         দাবদাহ লাইভ,  সজল দাশগুপ্ত, শিলিগুড়িঃ  বৈশাখ জৈষ্ঠ মাস মানে আম লিচুর সময়। ফলের রাজা আম,সাধারণত এই সময় যে সমস্ত ফল গুলির সব থেকে চাহিদা বেশি থাকে তার মধ্যে উল্লেখযোগ্য আম ও লিচু। বাজারে গেলেই আম ও লিচুর প্রতি আকর্ষিত হন ক্রেতারা। আমের শরবত, আমের আচার, সহ বিভিন্ন পদ রান্না করা হয় আম দিয়ে।প্রতিবছরের মতো এই বছরেও শিলিগুড়ির ফলের বাজার গুলিতে আম লিচুর পসার নিয়ে বসেছেন ফলের ব্যবসায়ীরা। শিলিগুড়ির বিধান মার্কেটের ফলের বাজারে দেখা গেল বিভিন্ন ধরনের আম, রয়েছে মালদার লেংড়া এছাড়া নদীয়ার কৃষ্ণনগর থেকেও এসেছে আম। এছাড়া রয়েছে লিচু। দাম কত কি বললেন ব্যবসায়ীরা? আমের দাম কেজি প্রতি ৭০ টাকা থেকে শুরু, লিচুর দাম কেজি প্রতি প্রায় ১০০ টাকা। বাজারে মোটামুটি বিক্রি রয়েছে তবে আজ গরমের কারণে অন্য দিনের তুলনায় বাজার ফাঁকা। ব্যবসায়ীরা আশা রাখছেন সামনেই রয়েছে জামাইষষ্ঠী সেই উপলক্ষে আম লিচু সহ বিভিন্ন ফলের চাহিদা আরও বাড়বে বিক্রিও হবে।

নজরুল চর্চা কেন্দ্রের দু’দিনের নজরুল-জয়ন্তী

নজরুল চর্চা কেন্দ্রের দু’দিনের নজরুল-জয়ন্তী

                                               দাবদাহ  লাইভ, নিজস্ব প্রতিনিধিঃ  পরিকল্পনা মাফিক মৌলালী যুব কেন্দ্রে দু’হাজার চব্বিশে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী ১২৫জন শিল্পীকে নিয়ে সমবেতভাবে অনুষ্ঠিত হয়। গত ছাব্বিশে মে ঝড়-বৃষ্টিস্নাত বিকেলে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে সমাপ্ত হয় এই অনুষ্ঠান। দেবযানী চট্টোপাধ্যায়ের ভাষ্যরচনা ও পরিচালনায় নজরুল চর্চা কেন্দ্রের এই সমবেত “গাহি সাম্যের গান” অনুষ্ঠানে শেষ পর্যন্ত অংশগ্রহণ করেন ১৫৬জন শিল্পী। অনুষ্ঠানের শুরুতে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি ও সম্পাদক যথাক্রমে অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন ও শিক্ষক শাহজাহান মণ্ডল। সমবেত দর্শকমণ্ডলী ও শিল্পীদের স্বাগত জানান শাহজাহান মণ্ডল। নজরুল চর্চা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে ও আগামী দিনের কর্মসূচি ব্যক্ত করেন ড. শেখ কামাল উদ্দীন। উত্তরীয়, মানপত্র দিয়ে ‘নজরুল স্মারক সম্মাননা’ প্রদান করা হয় কথাসাহিত্যিক প্রসেনজিৎ পোদ্দারকে। তারপর শুরু হয় পশ্চিমবঙ্গসহ আসাম, ছত্রিশগড়, মোম্বাইয়ের শিল্পীদের সমবেত অনুষ্ঠান “গাহি সাম্যের গান।” অনুষ্ঠানে ১৬টি নজরুলগীতি, ৩৮টি কবিতা, ৮টি গান ও কবিতার সঙ্গে নৃত্য পরিবেশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. নিরুপম আচার্য। বিশিষ্টদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘নতুন গতি’ ও ‘মাসান্তিক’-এর সম্পাদক ইমদাদুল হক নূর, শিশু সাহিত্যিক আব্দুল করিম, নজরুলগীতির হিন্দি অনুবাদক সদানন্দ বিশ্বাস, বাংলাদেশের দু’জন সাহিত্য-সংগঠক ও মানবাধিকার কর্মী ছিদ্দিকুর রহমান, সৈয়দ খায়রুল আলমসহ আরও অনেকেই। নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি আরও জানান যে, এবছর ২৪ মে শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ে উক্ত মহাবিদ্যালয় ও আদর্শ কলেজ অফ এডুকেশনের সঙ্গে যৌথভাবে একটি আন্তর্জাতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের  মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি”র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আব্দুস সাবুর খান। কাজী নজরুল ইসলামের জীবন ও সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম ও সাহিত্যিক বিনোদ ঘোষাল।‌ সেমিনারে সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহিনীমোহন সরদার। সম্মেলন উদ্বোধন ও কাজী নজরুল ইসলামের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করেন বিধায়ক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। সেমিনার স্বাগত ভাষণ দেন শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুব্রত চ্যাটার্জী। ধন্যবাদ জ্ঞাপন করেন আদর্শ কলেজ অফ এডুকেশনের ডিরেক্টর হাফেজ মোঃ আবু তাহের। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ড. শেখ কামাল উদ্দীন, শিক্ষক শাহজাহান মণ্ডল, অধ্যাপক ড. প্রসেনজিৎ মহাপাত্র, অধ্যাপক ড. পিয়ালি দে মৈত্র, অধ্যক্ষ ড. স্বাগতা দাস মোহান্ত, অধ্যাপক ড. সোমা ভদ্র রায়, অধ্যাপক ড. নিরুপম আচার্য প্রমুখ। 

পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

পাহাড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়

তিল ধারণের জায়গা নেই

                  দাবদাহ লাইভ,  সজল দাশগুপ্ত,শিলিগুড়িঃ  দার্জিলিং এ পর্যটকদের উপচে পড়া ভিড়, বাদ যায়নি প্রতিবেশী রাজ্য সিকিম। দার্জিলিং সিকিমে শুধু পর্যটকদের সমাহার। সমস্ত হোটেলের বুকিং শেষ। তিল ধারনের জায়গা নেই। প্রচন্ড গরমের কারণে অনেকেই ছুটি কাটাতে পাড়ি দিচ্ছেন পাহাড়ে। আনাচে-কানাচে শুধু পর্যটকদের দেখা যাচ্ছে। হোটেলগুলির বুকিং শেষ। অনেকেই শহরের বাইরে হোটেল ভাড়া করে থাকতে হচ্ছে। পর্যটকরা সাধারণত ম্যালের সামনে থাকতে ভালোবাসেন। সেই কারণে ম্যালের সামনে সমস্ত হোটেলগুলির বুকিং শেষ হয়ে গেছে। এই বিষয় টুর অপারেটররা জানিয়েছেন, দার্জিলিং এর পর্যটকদের সমাহার। চারিদিকে শুধু পর্যটক আর পর্যটক। প্রসঙ্গত সমতলে চলছে তীব্র দাবদাহ, সেখান থেকে পরিত্রাণ পেতে অনেকেই পাড়ি দিয়েছেন পাহাড়ে। তবে পাহাড়ে এত বেশি পর্যটক সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হোটেল ব্যবসায়ীদের। বেড়ে গিয়েছে হোটেলের ভাড়া, নন এসি রুমগুলির ও ভাড়া বেড়ে গেছে। এছাড়া এত বেশি পর্যটক পর্যাপ্ত পরিমাণে গাড়িও পাওয়া যাচ্ছে না। যারা আগে থেকে হোটেল বুকিং করে আসেননি তাদের ক্ষেত্রে সমস্যা আরো বেশি হচ্ছে। হোটেল পাওয়ার ক্ষেত্রে এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে যেতে হচ্ছে তাদের। তবে ফুলে ফেঁপে উঠেছে পর্যটন ব্যবসা। পর্যটন ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ী পুকুরে মৃত ৩
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment