নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ী পুকুরে মৃত ৩
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, তমলুক: নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে জল ভর্তি পুকুরে পড়ে গেল প্রাইভেট গাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গাড়ীতে থাকা চারজন যাত্রীর মধ্যে ৩ জন যাত্রীর মৃত্যু হয়। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এই দুর্ঘনাটি ঘটেছে ২৯ মে দুপুরবেলা, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এলাকায় । স্থানীয় সূত্রে জানা যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। পুলিশ স্থানীয় মানুষের সহযোগিতায় পুকুরে পড়ে যাওয়া গাড়ি থেকে উদ্ধার করে চারজনকে নিয়ে আসে ময়না স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা। বাকি দুজনকে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে এবং অপর একজনকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ থেকে বের করে তমলুকে একটি প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও ওই গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মৃত তিনজনের নাম বাসুদেব মাঝি বয়স ৩০, বাড়ি শ্রীরামপুর এলাকায়। বিদ্যুৎ শাসমল বয়স৪৬, বাড়ি পরমানন্দপুর এলাকায়, অপর একজন চিত্তরঞ্জন প্রামাণিক বয়স ৪৫, বাড়ি উত্তর চংরাচক এলাকায়। গাড়ি দুর্ঘটনায় আহত ব্যক্তির নাম শিবু হাজরা বয়স ২৮ বাড়ি মাপুর সবং এলাকায়।
জেলা নিউজ
নিউজ এক ঝলকে
নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ী পুকুরে মৃত ৩
0%




















