বিধায়ককে খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, মুর্শিদাবাদঃ বিধায়ক জাকির হোসেনকে খুনের হুমকি দেওয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয় এক যুবক। মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে মেসেজ মারফত খুনের হুমকি দিয়েছে এক যুবক, এই মর্মে সুতি থানায় একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে ঝাড়খণ্ডের পাকুড় থানার অন্তর্গত ইসলামপুর গ্রামের বাসিন্দা মহম্মদ আহাসানুজ্জামান নামে ওই যুবককে গ্রেপ্তার করে সুতি থানার পুলিশ। ধৃত আহাসানুজ্জামানের কথায়, জাকির হোসেনের মেয়েকে সে ভালোবাসতো। প্রণয় ঘটিত কারনে দু’বছর যাবত জাকির হোসেনের মোবাইলে একাধিক বার ম্যাসেজ করেও কোনো রিপ্লাই না পাওয়ায়, সে গালিগালাজ করেছে। কিন্তু কোনো রকম খুনের হুমকি দেয়নি। এহেন কাজ সে নিজেই করেছে, তাঁর ওই কর্মকাণ্ডের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলেই দাবি করেছে ধৃত ওই যুবক। এদিকে ধৃতের পরিবারের দাবি, ছেলে ‘বি টেক’ পড়ছিল। ২০১৬ সালে ৭ম সেমিস্টার পরীক্ষা দিয়ে সে বাড়ি আসে, আর পরীক্ষা দেয়নি সে। কোনো রকম কাজ না করে বাড়িতেই বসেছিল। ছেলের কোনোরূপ নেশা, আড্ডা এমনকি কোনো রাজনৈতিক জোকসাজসও নেই। মানসিক সমস্যাও রয়েছে তাঁর। সুতি থানার পক্ষ থেকে ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি ঘটনার সত্যতা যাচাই এর জন্য তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে, সোমবার ধৃতকে জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হলে আবেদন মঞ্জুর করেন বিচারক।
বিধায়ককে খুনের হুমকি, গ্রেফতার অভিযুক্ত
0%

















