সন্ন্যাসীর অপমানের প্রতিবাদে ভারত সেবাশ্রমের পদযাত্রা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ লোকসভা নির্বাচনের মরশুমে রাজ্য জুড়ে চলছে প্রচার পর্বের পাশাপাশি অপপ্রচার, ক্ষোভ বিক্ষোভের পালা। নির্বাচনী প্রচার মঞ্চে বাংলার মুখ্যমন্ত্রী ভারত সেবাশ্রম সঙ্ঘের স্বনামধন্য ব্যাক্তিত্ব স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজকে অপমান করেছেন। একইসাথে রামকৃষ্ণ মিশন ও ইস্কন প্রসঙ্গে অপপ্রচার করে হিন্দু সম্প্রদায়কে কালিমালিপ্ত করার প্রতিবাদে ভারত সেবাশ্রমের পক্ষ থেকে রবিবার এক প্রতিবাদী পদযাত্রা অনুষ্ঠিত হয়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থেকে এমনই দৃশ্য ধরা পড়ে সংবাদ মাধ্যমের পর্দায়। প্রসঙ্গত বাংলার মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজী ওরফে কার্তিক মহারাজের সম্পর্কে কিছু কু-মন্তব্য করেন। যার পরিপ্রেক্ষিতে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে মনে করছে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্ত, বিভিন্ন রাজনৈতিক দল সহ ওয়াকিবহাল মহলও। এ নিয়ে রাজ্য জুড়ে শুরু হয়েছে ব্যপক শোরগোল। বিভিন্ন সময় রাজ্যের বিভিন্ন এলাকায় সাধু সন্তদের দেখা যাচ্ছে পথে নেমে মুখ্যমন্ত্রীর বাক্য বাণের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে। ব্যাতিক্রম হয়নি এদিনও। রবিবার সকাল ১১ টা নাগাদ হাবরা ১ নম্বর রেলগেট থেকে এমনই এক প্রতিবাদী পদযাত্রা শুরু হয়ে জয়গাছি সুপার মার্কেট সংলগ্ন নেতাজী মূর্তির পাদদেশে শেষ হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা ও প্রচারক স্বামী দেবেশানন্দজী মহারাজ, শ্রীমৎ ভোলানাথ দাশ, প্রনব মহারাজ, শিষ্যা নমিতা দত্ত, সুবোধ ঠিকাদার, জয়ন্ত সাধুখাঁ প্রমুখ। এছাড়াও বিভিন্ন মঠ মন্দিরের সাধু, সন্ন্যাসী সহ কয়েকশো শিষ্য ও ভক্তরা উক্ত পদযাত্রায় পা মেলান। মুখ্যমন্ত্রী কর্তৃক হিন্দু ধর্মের প্রতি বিদ্বেষ পোষন অর্থাৎ আঘাত হানার প্রতিবাদে হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষজন এদিন গর্জে ওঠে। এদিনের পদযাত্রা প্রসঙ্গে প্রণবানন্দ জনকল্যাণ আশ্রমের প্রতিষ্ঠাতা ও প্রচারক স্বামী দেবেশানন্দ জী মহারাজ বলেন, ভারতবর্ষে বসবাসকারী মানুষেরা বেশিরভাগই ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন। সারা বিশ্বব্যাপী ভারত সেবাশ্রমের শাখা অবস্থিত। ভারত সেবাশ্রম জাতি ধর্ম নির্বিশেষে কোনোরূপ রঙের বিচার না করে অসহায় আর্তের সেবায় সর্বদা থাকে নিমজ্জিত। কোনো রকম প্রাকৃতিক দূর্যোগ হলে ভারত সেবাশ্রম সবার আগে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বিচার করেন। নির্বাচনী জন সমাবেশের এক মঞ্চ থেকে ভারত সেবাশ্রমেরই খ্যাতনামা সন্ন্যাসী কার্তিক মহারাজকে অপমান করে হিন্দু ধর্মের প্রতি তিনি বিদ্বেষ পোষন করেছেন। সাধু সন্ন্যাসীদের সম্পর্কে কু-মন্তব্য করা এক কথায় ধর্মীয় ভাবাবেগে আঘাত করা। যা একেবারেই অনুচিত। তারই প্রতিবাদে এদিন হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা তাঁদের সাথে একত্রিত হয়ে পথে নেমে ধিক্কার জানায়। এক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগ সম্পন্ন মানুষের কথা ভেবে মুখ্যমন্ত্রীর অবিলম্বে ক্ষমাচাওয়া উচিৎ বলে মনে করেন বলে জানান স্বামী দেবেশানন্দজী।
সন্ন্যাসীর অপমানের প্রতিবাদে ভারত সেবাশ্রমের পদযাত্রা
0%

















