সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে কলকাতায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সপ্তম দফা অর্থাৎ নির্বাচনের শেষ দফা অনুষ্ঠিত হবে আগামী ১লা জুন। শেষ দফা নির্বাচনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনকে ঘিরে কোথায়, কত বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই দিন ভোট হওয়ার কথা রাজ্যের নটি লোকসভা কেন্দ্রে। তালিকায় রয়েছে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, যাদবপুর, ডায়মন্ড হারবার, কলকাতা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে। উল্লেখিত লোকসভা কেন্দ্র গুলির মধ্যে রয়েছে একাধিক স্পর্শকাতর বুথ। তাই সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব সুষ্ঠুভাবে করার জন্য সতর্ক নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা যায়, সপ্তম অর্থাৎ শেষ দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হবে কলকাতায়। নির্বাচন পরিচালনার জন্য কলকাতায় ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এছাড়া বারাসাত পুলিশ জেলায় ৮১ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সেই সঙ্গে ব্যারাকপুর পুলিশ জেলার অধীনেও রাখা হবে ৮১ কোম্পানি বাহিনী। অন্যদিকে, বারুইপুর পুলিশ জেলায় মোতায়েন করা হবে ১৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বসিরহাট পুলিশ জেলায় থাকবে ১১৬ কোম্পানি বাহিনী। বিধান নগর পুলিশ কমিশনারেটের অধীনে থাকবে ৫৯ কোম্পানি বাহিনী। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলায় ১১০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সুন্দরবন পুলিশ জেলায় থাকবে ১১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এখন দেখার বিষয়, ওই বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কতটা নির্বিঘ্নে সমাপ্ত হয় সপ্তম অর্থাৎ সর্বশেষ দফার ভোট গ্রহণ পর্ব।
সপ্তম দফায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকবে কলকাতায়
0%

















