সৌগত রায়ের সমর্থনে খড়দহের জনসভায় মুখ্যমন্ত্রী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলি ব্যস্ত হয়ে পড়েছে প্রচার কর্মসূচি পালনে। আগামী পয়লা জুন অনুষ্ঠিত হতে চলেছে দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন। দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে খড়দহে আয়োজিত জনসভায় উপস্থিত হন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খড়দহ সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। ওই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিশোধিয় মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভন দেব চট্টোপাধ্যায়, রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, দমকল মন্ত্রী সুজিত বসু, প্রাক্তন অর্থমন্ত্রী তথা খড়দহের প্রাক্তন বিধায়ক অমিত মিত্র, আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান, রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শায়ন দেব চট্টোপাধ্যায়, দমদম ব্যারাকপুর সংগঠনের জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, খড়দহ পৌরসভার পৌরপ্রধান নিলু সরকার, ব্যারাকপুর ব্লক ২ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী, পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতী দাস বিশ্বাস সহ তৃণমূল কংগ্রেসের বহু নেতা কর্মীরা। এদিন মুখ্যমন্ত্রীকে দেখার জন্য মানুষের ভীড় ছিল চোখে পড়ার মতো। এদিনের সভা মঞ্চে ধামসা মাদল বাজাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এমনকি আদিবাসী নৃত্য শিল্পীদের সাথে নাচেও অংশগ্রহণ করতে দেখা যায় তাঁকে।
মানসিক ভারসাম্যহীন বয়স্কাকে ধর্ষণ
নিউজ এক ঝলকে
সৌগত রায়ের সমর্থনে খড়দহের জনসভায় মুখ্যমন্ত্রী
97%

















