ভোটার সহায়তা সাইট চালু
দাবদাহ লাইভ, এগরা, অক্ষয় কুমার গুছাইতঃ সকল ভোটারকে বিশেষ করে নতুন ভোটারদের বুথ মুখী করার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার এগরা মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ভোটের সহায়তা পোর্টাল চালু করা হয়েছে।এই পোর্টালের ওয়েব সাইটটি হল www.votersahayata.in পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর, ভগবানপুর বিধানসভা অধিক্ষেত্র এবং কাঁথি লোকসভার এগরা বিধানসভা অধিক্ষেত্রর সকল ভোটার এই পোর্টালের সুবিধা পাবেন। পোর্টালে গিয়ে ড্রপবক্স থেকে নিজের ভোট কেন্দ্র নির্বাচন করে চারটি বিষয় দেখতে পাবেন। ভোটার লাইনে মহিলা ও পুরুষ সহ মোট কতজন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, ভোট কেন্দ্র কোথায় সেটা গুগল ম্যাপে ও দেখতে পারবেন ,ওই কেন্দ্রের সেক্টর ও বুথ লেভেল অফিসারের নাম সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে, এবং ওই ভোট কেন্দ্র কেমন ভাবে সাজানো হয়েছে তার বিভিন্ন কোণ থেকে তিনটে ছবি দেওয়া থাকবে, তাছাড়াও কি কি পরিষেবা ভোটাররা পেতে পারেন তার সম্পর্কে জানতে পারবেন।
ভোটার সহায়তা সাইট চালু
0%

















