গৃহবধূর নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ এক গৃহবধূর উপর নির্মম অত্যাচার করার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এক ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত বামনপুকুর এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বামুনপুকুর এলাকা থেকে এক গৃহবধূ তাঁর স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে মিনাখাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে চলতি সপ্তাহের সোমবার রাতে বামনপুকুর এলাকা থেকে প্রসেনজিৎ খাড়া নামে এক যুবককে আটক করে মিনাখাঁ থানার পুলিশ। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলার রুজু করে মিনাখাঁ থানার পক্ষ থেকে মঙ্গলবার দুপুর দুটো নাগাদ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। বর্তমানে সেই অত্যাচারী স্বামীর ঠিকানা সেন্ট্রাল জেল।
তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে
নিউজ এক ঝলকে
গৃহবধূর নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্বামী
93%

















