সড়ক দুর্ঘটনায় মৃত্যু
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, কাঁথি: সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। সকালে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার কাঁথি দইসাই বাসস্ট্যান্ডের কাছে একটি যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় একটি প্রাইভেট গাড়ির। ঘটনা স্থলেই মৃত্যু হয় চারজনের। এই চারজনই ছিলেন প্রাইভেট গাড়িতে। প্রাইভেট গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। বাসের সামনের দিকের অংশও ক্ষতি গ্রস্ত হয়। বাসের মধ্যে থাকা কয়েকজন যাত্রীও আহত হন। স্থানীয় সূত্রে জানা যায় বাসটি দীঘা থেকে কলকাতার দিকে আসছিল এবং ছোট প্রাইভেট গাড়িটি দীঘার দিকে যাচ্ছিল।দইসাই বাস স্ট্যান্ডের কাছাকাছি মুখোমুখি সংঘর্ষ ঘটে। ছোট গাড়িটি নাদিয়া থেকে দীঘায় যাচ্ছিল। ছোট গাড়িতে থাকা মৃত চারজনই নদিয়ার বাসিন্দা। গ্যাস কাটার দিয়ে গাড়ীর বডি কেটে মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এই দুর্ঘনার ফলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাময়িক ভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে। মারিশদা থানার পুলিশের তৎপরতায় আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়। দুটি গাড়িকেই নিয়ে আসা হয় মারীশদা থানায়। নিহত ব্যক্তিদের বাড়িতে খবর পাঠানোর চেষ্টা করছে পুলিশ।
সাত সকালে ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের
0%

















