Banner Top

টি ২০ বিশ্ব কাপের ভারতীয় দল 

                                        দাবদাহ লাইভ, সুমিত মজুমদারঃ   একঝাঁক তরুণ প্রজন্ম নিয়ে তৈরী হয়েচ্ছে ২০২৪ T20 বিশ্ব কাপের ভারতীয় দল। IPL এর পারফমেন্স এ ক্ষেত্রে খুবই গুরুত্ব পেয়েছে। মঙ্গলবার আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। নানা প্রশ্ন ছিল টিম বাছাই নিয়ে। দীর্ঘ আলোচনা হয়। একঝাঁক চমক রয়েছে ভারতীয় দলে। প্রত্যাশা মতো ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ আগেই ঘোষণা করে দিয়েছিলেন, বিশ্বকাপে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। তবে সহ অধিনায়ক নিয়ে কিছু বিতর্ক ছিল। ভাইস ক্যাপ্টেন নিয়ে লড়াই ছিল দু-জনের। হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থ। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়াকে তারা ভাইস ক্যাপ্টেন হিসাবে বেছে নেন। বিশ্বকাপের স্কোয়াডে জোর আলোচনা ছিল উইকেট কিপারের জায়গা নিয়ে। দৌড়ে ছিলেন অনেকেই। ২০২২ সালের ডিসেম্বরে গুরুতর দুর্ঘটনার পর আইপিএল দিয়েই প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে ঋষভ পন্থের। আইপিএলে ভরসা দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক। তেমনই দৌড়ে ছিলেন ঈশান কিষাণ ও জীতেশ শর্মাও। ঋষভের অনুপস্থিতিতে ভারতের টি-টোয়েন্টি দলে এই দু-জনকেই দেখা গিয়েছিল। তবে সকলকে ছাপিয়ে আইপিএলে বিধ্বংসী পারফর্ম করা সঞ্জু স্যামসনকে দ্বিতীয় কিপার হিসেবে রাখা হল। প্রথম পছন্দ নিঃসন্দেহে ঋষভ পন্থ। জায়গা হল না লোকেশ রাহুলের। শেষ পর্যন্ত ঘোষিত টিমে রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ। আর রিজার্ভে শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

টি ২০ বিশ্ব কাপের ভারতীয় দল 
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment