মৎসজীবীর জালে বিশালাকার চাকল
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নদীতে পেতে রাখা জালে ধরা পড়ে এক বিশালাকার চাকল মাছ। মাছ দেখতে নদীর পাড়ে ভীড় জমায় উৎসুক মানুষেরা।শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ ব্লকের ইছামতি নদী থেকে মাছটি ধরা পড়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সমর হালদার নামে হিঙ্গলগঞ্জের এক মহৎজীবী ইছামতি নদীতে মাছ ধরতে জাল পেতেছিল। শুক্রবার সকালে জাল তুলতে গিয়ে তিনি দেখেন তাঁর সেই জালে ধরা পড়েছে বিশাল আকারের একটি চাকল মাছ। খবরটি চাউর হতেই উৎসুক মানুষ ভীড় জমায় মাছটি দেখতে।এরপর ওই মৎস্যজীবী একটি ভ্যানে করে মাছটি হিঙ্গলগঞ্জ বাজারে নিয়ে যায়। প্রায় সাত ফুট লম্বা ওই মাছটির ওজন ছিল প্রায় ৮১ কেজি। হিঙ্গলগঞ্জ মাছ বাজারে ওই মাছটি এদিন ৩৫০ টাকা কিলো দরে বিক্রি হয়। স্থানীয় মৎসজীবী ও মাছ ব্যাবসায়ীদের দাবি, ওই এলাকায় ইছামতি নদী থেকে এত বড় মাপের চাকল মাছ এই প্রথমবার ধরা পড়েছে।
মৎসজীবীর জালে বিশালাকার চাকল
0%

















