পথ দুর্ঘটনায় মৃত পথচারী
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, পাঁশকুড়া: সাত সকালে জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, ঘটনাস্থলে মৃত এক। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার অন্তর্গত মঙ্গলদারীর কাছে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় ডেবরার দিক থেকে মেছগ্রামের দিকে যাওয়ার সময়, জাতীয় সড়কে মঙ্গলদারীর অদুরে এক পথচারীকে ধাক্কা মারে পিঁয়াজ বোঝাই একটি লরি, ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পথচারীর। পুলিশ সূত্রে খবর, বাড়ির উদ্দেশ্যে জাতীয় সড়কের ধার দিয়ে ওই ব্যক্তি হেঁটে যাচ্ছিলেন। আচমকা পিছন দিক থেকে একটি পেঁয়াজ বোঝায় লরি ধাক্কা মারে, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। নিয়ন্ত্রন হারিয়ে পিঁয়াজ ভর্তি গাড়িটিও উল্টে যায় রাস্তার পাশে। সূত্রের খবর, গাড়ি চালাতে চালাতে গাড়ি চালকের ঘুম পেয়ে যাওয়ায়, এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। মৃত ব্যক্তির নাম অসিত সামন্ত, বাড়ি মঙ্গলদারি ,বয়স আনুমানিক ৬১ বছর। গাড়িটিকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ।
পথ দুর্ঘটনায় মৃত পথচারী
0%

















