হত্যার চেষ্টায় গ্রেফতার ১
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ পাওনা টাকা ফেরত না দিয়ে বন্ধুকে ডেকে নিয়ে খুনের চেষ্টা। ঘটনায় একজনকে গ্রেফতার করে হাবরা থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার হাবরা থানার অন্তর্গত রাউতারা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বছর তিরিশের অভিষেক ঘোষ নামে এক যুবক এলাকারই মাকসুদ রহমানকে বেশকিছু টাকা ধার দিয়েছিল। বেশ কয়েকদিন যাবত সেই টাকা ফেরত চায় অভিষেক। টাকা ফেরত না দেওয়ায় বচসাও বাঁধে দুজনের মধ্যে। রবিবার রাতে হঠাৎ করেই টাকা দেবে বলে মাকসুদ ফোন করে অভিষেককে। টাকা ফেরত পেতে অভিষেককে ওই এলাকায় থাকা একটি পরিত্যক্ত বাড়িতে ডাকে মাকসুদ। তাঁর কথা মতো অভিষেক সেখানে যাওয়া মাত্রই তাঁর গলায় ছুরি দিয়ে আঘাত করে মাকসুদ। গুরুতর আহত অবস্থায় অভিষেক কোনক্রমে সেখান থেকে পালিয়ে যায়। আআমকা রক্তাক্ত জখম অবস্থায় অভিষেককে দেখতে পায় স্থানীয়রা। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য বারাসাত জেলা হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় হাবরা থানার বিশাল পুলিশ বাহিনী। ওই ঘটনায় যুক্ত থাকায় রাওতারা পঞ্চায়েতের দরিয়াসুরি এলাকার বাসিন্দা শামীম মন্ডলকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে হাবরা থানার পুলিশ। তবে মূল অভিযুক্ত মাকসুদ এখনো অধরা। ধৃতের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করার পাশাপাশি পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে হাবরা থানার পুলিশের পক্ষ থেকে সোমবার ১২ টা ৪৫ মিনিট নাগাদ বারাসাত মহকুমা আদালতে পেশ করা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। একদিকে ঘটনার তদন্তের স্বার্থে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হাবরা থানার পুলিশ। অন্যদিকে আহত যুবক এখনও বারাসাত জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

















