মিড ডে মিলের খাদ্য সামগ্রী চুরির অভিযোগে বিক্ষোভ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়িকার বিরুদ্ধে মিড ডে মিলের চাল চুরির অভিযোগে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বরুণী এলাকার ২৭৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।ক্ষুব্ধ গ্রামবাসীদের কথায়, দীর্ঘদিন যাবত ওই অঙ্গনওয়াড়ির সহায়িকা শিশুদের জন্য আসা খাদ্য সামগ্রী নিজে আত্মসাৎ করে, পরিবর্তে শিশুদের নিম্নমানের সামগ্রী প্রদান করে। এদিন বেলা ১১ টা নাগাদ গ্রামবাসীরা সহায়িকাকে হাতেনাতে ধরে ফেলে। এদিন ওই কেন্দ্র থেকে ব্যাগে করে চাল নিয়ে গাড়িতে রাখার দৃশ্য গোপনে মোবাইল বন্দী করেন এক এলাকাবাসী। পরবর্তীতে সহায়িকার গাড়ি থেকেই সেই চাল উদ্ধার হয়। এরপর সহায়িকাকে ঘিরে ধরে শাস্তির দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হয় ক্ষুব্ধ এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ। এরপর বিক্ষোভকারীদের কাছ থেকে সহায়িকাকে উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। যদিও মিড ডে মিলের খাদ্য সামগ্রী চুরির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে সহায়িকা। তদন্তের স্বার্থে সহায়িকার নাম গোপন রেখেছে পুলিশ।

















