তৃণমূলের শক্তিবৃদ্ধি দেগঙ্গায়
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ লোকসভা নির্বাচনকে ঘিরে চলছে রাজনৈতিক দলগুলির প্রচারের ব্যস্ততা। তারই মাঝে চলছে রাজ্য রাজনীতিতে ভাঙা গড়ার খেলা। নির্বাচন আসলেই রাজনৈতিক মহলে এক দল ছেড়ে অন্য দলে যোগদান করার হিড়িক পড়ে যায়। বিভিন্ন সময় বিভিন্ন স্থান থেকে এমন ঘটনা বারবার ধরা পড়ে সংবাদমাধ্যমের পর্দায়। শুক্রবার সন্ধ্যায় রাজনৈতিক দলের শক্তিবৃদ্ধি ও শক্তিক্ষয় এর চিত্র ধরা পড়ে উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার দেগঙ্গা ব্লকের কার্তিকপুর এলাকা থেকে। শুক্রবার সন্ধ্যায় কার্তিকপুরে দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার এর সমর্থনে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দেগঙ্গা এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি আনিসুর রহমান বিদেশ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মফিজুল হক শাহজি, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা দাস মন্ডল সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠিত সভায় সন্ধ্যা সাতটা নাগাদ আইএসএফ, বিজেপি ও সিপিএম থেকে প্রায় এক হাজার কর্মী সমর্থক তাঁদের দল ত্যাগ করে যোগদান করে তৃণমূল কংগ্রেসে। সদ্য দলে যোগদান করা কর্মী সমর্থকদের হাতে পতাকা তুলে দেন প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। বিভিন্ন দল থেকে আসা বিপুল সংখ্যক মানুষ এদিন তৃণমূলে যোগদান করায় স্বভাবতই শক্তিবৃদ্ধি হয় তৃণমূলের। পাশাপাশি শক্তিক্ষয় হয় অন্যান্য দলগুলির।

















