জমি সংক্রান্ত সংঘর্ষের জেরে আটক ২
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ জলের পাইপ বসানোকে কেন্দ্র করে জমি সংক্রান্ত বিবাদের জেরে হওয়া সংঘর্ষে আহত হয় এক ব্যাক্তি। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার জেরে এলাকায় ব্যপক উত্তেজনা পরিলক্ষিত হয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার অন্তর্গত ভেবিয়া অঞ্চলের খরমপুর এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার স্থানীয় রুহুলামিন মোল্লা নামে এক ব্যাক্তির বাড়িতে পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছিল। ওই পাইপ বসানোকে কেন্দ্র করে এদিন বিকাল চারটে নাগাদ পরশি মইনুদ্দিন মোল্লা ও তাঁর ছেলে আইনুদ্দিন মোল্লার সাথে জমি সংক্রান্ত বিবাদ শুরু হয়। বাকযুদ্ধ চলাকালীন আচমকা রুহুলামিনের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাঁরা। শুরু হয় রক্তপাত, অচেতন হয়ে মাটিতে পড়ে যায় সে। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বিপদ বুঝে অভিযুক্তরা তড়িঘড়ি স্থান পরিত্যাগ করে। খবর পেয়ে হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রক্তাক্ত জখম অবস্থায় রুহুলামিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। ঘটনায় অভিযুক্ত দুই ব্যাক্তির বিরুদ্ধে হাসনাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে আহত রুহুলামিনের পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মঙ্গলবার অভিযুক্ত মইনুদ্দিন মোল্লা ও তাঁর ছেলে আইনুদ্দীনকে গ্রেফতার করে হাসনাবাদ থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে হাসনাবাদ থানার পুলিশ।
জমি সংক্রান্ত সংঘর্ষের জেরে আটক ২
0%













