ভোট আবহে ভোট বয়কটের হুঁশিয়ারি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ একদিকে লোকসভা নির্বাচন নিয়ে বঙ্গ রাজনীতিতে দেখা দিয়েছে তুমুল ব্যাস্ততা। অন্যদিকে তীব্র দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। এর মাঝে পানীয় জলের জন্য দেখা দিয়েছে সংকট। দীর্ঘদিন যাবত জল সমস্যার সমাধান না হওয়ায় খালি বালতি নিয়ে পথে নেমে বিক্ষোভ ও ভোট বয়কটের হুঁশিয়ারি দেয় ক্ষুব্ধ জনতা। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার খরদহ থানার অন্তর্গত পানিহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনাটি ঘটে। বর্তমানে তীব্র তাপ প্রবাহের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। তারই মাঝে রয়েছে দীর্ঘদিন যাবত পানীয় জলের সমস্যা। জল সমস্যা দূর না হওয়ায় তীব্র জল সংকটে ভুগছে পানিহাটি পৌরসভার ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পর্যাপ্ত পরিমাণ পানীয় জল না মেলায় রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাঁদের। বিক্ষোভকারীদের কথায়, তারা পৌর এলাকার বাসিন্দা হয়েও দীর্ঘদিন যাবত জল সমস্যায় ভুগছেন। জল ছাড়া জীবনই একপ্রকার অচল। সেখানে দীর্ঘদিন যাবত তাঁরা পর্যাপ্ত পরিমাণ জল না পাওয়ায় প্রভূত সমস্যার সম্মুখীন। যেখানে পৌরসভার পক্ষ থেকে দিনে তিনবার জল আসার কথা, সেখানে দু’বেলা আধ ঘন্টার জন্য জল আসে। তিন দিন যাবত জল আসা একেবারেই বন্ধ। রাস্তায় থাকা কলের অবস্থাও খারাপ। তাই বিপুল সমস্যার সম্মুখীন তাঁরা। দৈনন্দিন কাজের জন্য আশেপাশের পুকুর থেকে জলের ব্যবস্থা করলেও, রান্না ও পান করার জন্য জল কিনতে হয় তাঁদের। তাঁরা আরও বলেন, বাড়িতে গঙ্গার দূষণমুক্ত জলের জন্য প্রত্যেক পরিবার পিছু আড়াই হাজার টাকা নিলেও জলের ব্যবস্থা করেনি পানিহাটি পৌরসভা। কারও বাড়িতে জল যাচ্ছে না। তীব্র গরমে একটু জলের তাগিদে এদিক-ওদিক ছোটাছুটি করতে হচ্ছে তাঁদের। বারবার জানিয়েও পৌরসভার পক্ষ থেকে এলাকায় জলের গাড়ি পাঠায়নি। তাঁরা এও বলেন, জলের পাশাপাশি সাফাই কর্মীরা নিয়মমাফিক কাজ করে না। ফলে রাস্তায় যত্রতত্র পড়ে থাকা ময়লার দুর্গন্ধে পরিবেশে দূষণ ছড়াচ্ছে। যার জেরে বিপর্যস্ত জনজীবন।পৌরসভা সরকারি কোনো দায়িত্ব পালন করে না, পৌরসভার চেয়ারম্যানকে বহুবার জানিয়েও কোনও সুরাহা মেলেনি। জনসাধারণের সমস্যার কোনও সমাধান করেনি বলে একাধিক অভিযোগে মুখর হয় তাঁরা। নির্বাচনী আবহে জল সমস্যার সমাধান না হলে ভোট সম্পূর্ণরূপে বয়কট করবেন বলে কড়া হুঁশিয়ারি দেন এদিন তাঁরা। পানিহাটি পৌরসভার পৌর পিতা কাঞ্চন মুখোপাধ্যায় অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ স্বীকার করে নিয়ে বলেন, পানিহাটিতে জলের সমস্যা দীর্ঘদিনের। অনেক ওয়ার্ডেই জল নেই। তার মধ্যে ২৮ নম্বর ওয়ার্ড অন্যতম। জলের পাম্পগুলো নষ্ট হয়ে যাবার পর থেকেই এলাকায় জল সংকট দেখা দিয়েছে। যেখানে যখনই জলের গাড়ির প্রয়োজন হয়েছে, তিনি চেষ্টা করেছেন। এ কথা বিক্ষোভকারীরাও জানেন। জল সমস্যা সমাধানের জন্য তিনি চিঠি করেছেন। কিন্তু এখন পর্যাপ্ত জলের গাড়ি পাওয়া যাচ্ছে না বলে আক্ষেপ প্রকাশ করেন। জলের গতি বাড়ানোর জন্য দীর্ঘ সময় কাজও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। তিনি এও বলেন, পূর্বাঞ্চল টাওয়ার থেকে তাঁরা জল পান। বর্তমানে সেই টাওয়ারে সারে তিন থেকে পাঁচ মিটার জল উঠছে, জল বেশি না ওঠার ফলে জলের স্পীড বাড়ছে না। জল সমস্যা সমাধানের জন্য তিনি যে অভিযোগ করেছেন, সে কথা ইঞ্জিনিয়ারও জানেন। এমনই দাবি করেন তিনি। পাশাপাশি মানুষের সমস্যাকে তিনি উপেক্ষা করছেন না বলেই জানান।
ভোট আবহে ভোট বয়কটের হুঁশিয়ারি
0%

















