বিজেপির সভামঞ্চে তৃণমূলের হামলায় উত্তেজনা
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ তাপমাত্রার পারদের পাশাপাশি রাজ্যজুড়ে উর্ধ্বমুখি হয়েছে রাজনৈতিক দলগুলির প্রচারের পারদ। নির্বাচনী প্রচার এর সাথে রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের কালিতলা এলাকা থেকে রাজনৈতিক হিংসার এমনই এক ঘটনা ধরা পড়ে। শনিবার সন্ধ্যায় কালিতলা এলাকায় বিজেপি প্রার্থী রেখা পাত্র-র সমর্থনে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। ওই পথসভায় উপস্থিত ছিলেন প্রার্থী রেখা পাত্র সহ বিজেপির দলীয় নেতৃবৃন্দ। প্রার্থী ওই সভায় বক্তব্য সমাপ্ত করে নেমে যাবার সময় আচমকা অশান্ত হয়ে ওঠে মঞ্চ। মঞ্চেই চলে চেয়ার ভাঙচুর, হুমকির মত ঘটনা। বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। সভা মঞ্চে ভাঙচুর চালিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ বিজেপির। স্থানীয়দের কথায়, এলাকার তৃণমূল নেতা তথা কালিতলা গ্রাম পঞ্চায়েত এর প্রধান শ্যামল মন্ডল সহ তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতকারী এদিন সন্ধ্যা সাতটা নাগাদ ওই সভামঞ্চে উঠে আচমকা হামলা চালায়। সভায় থাকা চেয়ার ভাঙচুর করার পাশাপাশি বিজেপি কর্মী সমর্থকদের প্রাণ নাশের হুমকিও দেয়। গত কয়েকদিন আগে ওই এলাকাতেই বিজেপির প্রচারের গাড়ি ভাঙচুর করে তাঁরা। এমনই অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা শ্যামল মন্ডল এর বিরুদ্ধে। স্বভাবতই আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয় এলাকায়। ঘটনার খবর পেয়ে হেমনগর কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিনের ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, হিঙ্গলগঞ্জ কালিতলায় বিজেপির পক্ষ থেকে যে পথসভার আয়োজন করা হয়েছিল, সেখানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বসিরহাটের মানুষ এখন এক হয়েছে দেখে টিএমসি-র গুন্ডা বাহিনীরা ভয় পেয়ে ওইরূপ কান্ড ঘটিয়েছে। যে সকল সন্ত্রাসবাদিরা এতদিন সন্ত্রাস করে এসেছে, সাধারণ মানুষের প্রতি এতদিন অত্যাচার করে এসেছে, সেই নেশা তো তারা ছাড়তেই পারছে না। তাই তারা ভাঙচুর চালিয়ে যাচ্ছে। আসল সত্য হচ্ছে, তারা ভয় পেয়েছে। তৃণমূলের নেতারা আজ প্রচারে বেরোতে পারছে না। তাই যেখানে যেখানে বিজেপির প্রার্থীরা প্রচার করছে, সভা করছে, সেখানে সেখানে ওরা গিয়ে হামলা চালাচ্ছে, ভয় দেখাচ্ছে। কিন্তু বিজেপি ওদের ভয়ে কখনোই থেমে যাবে না বলে জানান তিনি। অন্যদিকে তৃণমূল নেতা শ্যামল মন্ডল অবশ্য তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়ে বলেন, এদিন বিজেপি তাঁদের সভামঞ্চ থেকে শাহজাহানের সাথে তাঁর তুলনা করে। ফলে তাঁর অনুগামীরা ক্ষুব্ধ হয়ে ওঠে। কিন্তু ভাঙচুরের মতো কোনো ঘটনার সাথে তাঁরা যুক্ত নয়।
বিজেপির সভামঞ্চে তৃণমূলের হামলায় উত্তেজনা
0%

















