হলদিয়ায় ধুপের আগুন থেকে এগারোটি দোকান ছাই
দাবদাহ লাইভ, অক্ষয় গুছাইত, হলদিয়া: পূর্ব মেদিনীপুরের হলদিয়া সুপার মার্কেটে আগুনে ছাই ফুটপাতে থাকা এগারোটি দোকান। শুক্রবার রাতে বিধ্বংসী আগুন লাগে হলদিয়া দুর্গাচক সুপার মার্কেট লাগোয়া ফুটপাতে। ধূপের ফুলকি থেকে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। ধূপের ফুলকি থেকে একটি খাবার দোকানের গ্যাস সিলিন্ডারে প্রথমে আগুন লাগে। পর পর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয় বলে খবর। কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানদাররা। এক ফুল ব্যবসায়ী জানান প্রায় তিন লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রশাসনের কাছে সহযোগিতার আর্জি জানিয়েছেন দোকানদাররা।ফুটপাতের দোকানগুলি অনুমোদনহীন হওয়ায় সহযোগিতার ক্ষেত্রে সমস্যা রয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। রাত সাড়ে ১০টা নাগাদ আগুন লাগে। পুলিসের সহযোগিতায় দমকল বিভাগ সহ বিভিন্ন শিল্প সংস্থার চারটি ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানা যায়।
হলদিয়ায় ধুপের আগুন থেকে এগারোটি দোকান ছাই
0%

















