শিশুমন গড়তে সিপিডিআরের প্রতিষ্ঠা দিবস পালন
দাবদাহ লাইভ, মধ্যমগ্রাম, উত্তম চক্রবর্তীঃ শিশুরাই জাতির ভবিষ্যত – এই কথা স্মরণে রেখে মধ্যমগ্রাম নাগরিকবৃন্দ তাদের গৌরবময় ৬ষ্ঠ বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপন করেন। এই উপলক্ষ্যে গত ১১ই এপ্রিল ২০২৪ বিদ্যাসাগর বিদ্যাপীঠে শিশুদের এক অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৎসহ আগামী ১৮ই এপ্রিল ২০২৪ বৃহস্পতিবার বিকেল ৪টায় মধ্যমগ্রাম জনকল্যান মাঠে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন হবে বলে জানানো হয়। অঙ্কন প্রতিযোগিদের উৎসাহ প্রদান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কর্মকর্তারা রূপক দে, বুলগানিন আইচ, সৈকত মজুমদার,সঞ্জনা মুখোপাধ্যায় এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন C P D R(W.B)Barasat-Madhyamgram Branch, Since-2009-র সম্পাদক ডাঃ হেমন্ত কুমার মজুমদার ও সহ সম্পাদক উত্তম চক্রবর্তী।

















