বাঁধ সংস্কারের আর্জি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ বেহাল অবস্থায় থাকা নদী বাঁধে গর্ত দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি এলাকাবাসীরা আচমকা গৌড়েশ্বর নদীর বাঁধে হয়েছে গর্ত দেখতে পান। বাঁধে হওয়া গর্ত দিয়ে এলাকায় জল ঢুকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। আতঙ্কিত এলাকাবাসীদের কথায়, দীর্ঘদিন যাবত নদী বাঁধ সংস্কার না হওয়ার কারনে ওইরূপ গর্ত সৃষ্টি হয়েছে। জোয়ারের জল বাড়িতে ঢুকছে। বাড়ির চারিদিক জলে পরিপূর্ণ হয়ে যাবার কারনে তাঁরা আতঙ্কিত। নদী বাঁধ সহ তাঁদের যাতায়াতের রাস্তা সংস্কারের বিষয় স্থানীয় পঞ্চায়েত, মেম্বার ও এডুকেশন দপ্তরে বারংবার জানিয়েও কোনো সুরাহা মেলেনি। এমনই ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। অবিলম্বে ওই বাঁধ ও তাঁদের যাতায়াতের রাস্তা সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, এমনই আর্জি জানায় রূপমারীর এলাকাবাসী।
বাঁধ সংস্কারের আর্জি রূপমারীর এলাকাবাসীর
0%

















