আদালতে আত্মসমর্পণ পলাতক পোস্ট মাস্টারের
দাবদাহ লাইভ, বারাসাত, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ গ্রাহকের টাকা আত্মসাৎ এর অভিযোগ ওঠে এক পোস্টমাস্টারের বিরুদ্ধে। অভিযুক্ত ওই পোস্টমাস্টার আচমকা মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ বারাসাত মহকুমা আদালতে আত্মসমর্পণ করে। উল্লেখ্য, উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত মহকুমার শাসন থানার অন্তর্গত বৈদ্যপুর পোস্ট অফিসের বেশ কিছু গ্রাহকের অভিযোগ, পোস্ট অফিসে তাঁদের জমা দেওয়া লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে পোস্টমাস্টার চন্দন চৌধুরী। তিনি দেগঙ্গা ব্লকের খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। গত ৩০ শে মার্চ টাকা ফেরতের দাবি ও অভিযুক্ত পোস্টমাস্টারের গ্রেফতারের দাবিতে টাকি রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্রাহকরা। সেই দিনই অভিযুক্ত পোস্টমাস্টার এর বিরুদ্ধে শাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গ্রাহকরা। এরপর পলাতক ছিল পোস্টমাস্টার। দীর্ঘদিন পলাতক থাকার পর এদিন আচমকাই বারাসাত আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন অভিযুক্ত পোস্টমাস্টার।

















