হাসপাতালে ভর্তি প্রার্থী, চিন্তায় তৃণমূল
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি হয় তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম। প্রার্থী অসুস্থ হয়ে পড়ায় স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ তৃণমূলের। তৃণমূল সূত্রে জানা যায়, প্রার্থী হাজী নুরুল ইসলামের শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দেয়। হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সে চিকিৎসাধীন। হাসপাতালে ভর্তি হওয়ায় নির্বাচনী কর্মকান্ড থেকে বিরত রয়েছে প্রার্থী স্বয়ং। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ পড়েছে তৃণমূলের। হাজি নুরুল ইসলাম বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়ার বিধায়ক পদে রয়েছেন। লোকসভা নির্বাচনের জন্য এবার তাঁকেই বসিরহাট থেকে প্রার্থী করেছে রাজ্যের শাসক দল। হাসপাতাল সূত্রে জানা যায়, হাড়োয়ার বিধায়ক তথা বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের স্ট্রোক হয়েছিল। এমনকি নিউমোনিয়াতেও আক্রান্ত হয়েছে সে। চিকিৎসা চলছে তাঁর। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে আপাতত তাঁকে রাখা হয়েছে। তবে অসুস্থ প্রার্থীর শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল। এমনটাই জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

















