বিজেপির শক্তিবৃদ্ধি নৈহাটিতে
দাবদাহ লাইভ, নৈহাটি, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নির্বাচন আসলেই রাজ্য জুড়ে চলে এক দল ছেড়ে অন্য দলে যোগদান পর্ব। বিভিন্ন স্থান থেকে এমনই দৃশ্য প্রায়শই উঠে আসে সংবাদমাধ্যমের ক্যামেরায়। উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি থেকে শুক্রবার রাতে এমনই দৃশ্য ধরা পড়ে। বিজেপিতে যোগদান করতে চায় কিছু সংখ্যক ব্যাক্তি। তাঁদের ইচ্ছেকে মর্যাদা দিতে বিজেপির পক্ষ থেকে শুক্রবার নৈহাটিতে আয়োজন করা হয় ‘বিজেপিতে যোগদান কর্মসূচী অনুষ্ঠান’। এদিন রাত সাড়ে ন’টা নাগাদ নৈহাটিতে আয়োজিত যোগদান কর্মসূচি অনুষ্ঠানে বিভিন্ন দল থেকে আগত ৫০০ জনের বেশি নেতা কর্মী যোগদান করে বিজেপিতে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং, বিজেপির ব্যারাকপুর সংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানায়, এহেন যোগদান এর ফলে বিজেপি আরও শক্তিশালী হয়ে উঠছে। সদ্য বিজেপিতে যোগদান করা ব্যাক্তিদের কথায়, দূর্নীতিতে ভরে গেছে রাজ্য। দূর্নীতি মুক্ত রাজ্য গড়ার তাগিদে তাঁরা বিজেপির হাতকে আরও মজবুত করতে চায়। সেই অনুযায়ী এদিন তাঁরা স্বেচ্ছায় বিজেপিতে যোগদান করতে পেরে আনন্দিত।

















