সিগন্যাল পোস্ট ভেঙে বিপত্তি
দাবদাহ লাইভ, বিধাননগর, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সকালবেলা একটি যাত্রীবাহী বাসের উপর একটি সিগন্যাল পোস্ট ভেঙে পড়ে। রাস্তায় সৃষ্টি হয় যানজট। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। শনিবার সকাল ন’টা নাগাদ সল্টলেকের ওয়েবেল মোড়ে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় এদিন সকালে গাড়িঘোড়া যাতায়াত করছিল ওই রাস্তা দিয়ে। সকাল ন’টা নাগাদ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি সিগন্যাল পোস্ট আচমকাই গোড়া থেকে ভেঙে WB 11 B 9962 নম্বর যুক্ত একটি যাত্রীবাহী বাসের উপর পড়ে ঘটে বিপত্তি। বাসটির সামনের অংশ ভেঙে গেলেও চালকসহ যাত্রীদের কোনো ক্ষতি হয়নি বলে খবর। ঘটনাটি ঘটার সাথেসাথেই স্থানীয় লোকজন সেখানে ছুটে যায়। ব্যপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে সেই মুহূর্তে রাস্তায় বেশি ভিড় না থাকায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধান নগর থানার পুলিশ। পুলিশের প্রচেষ্টায় ভেঙে পড়া সিগন্যাল পোস্ট ও ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে ফেলার পর যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

















