বাণীপুর বেসিকের রজত জয়ন্তী পালন
দাবদাহ লাইভ, হাবরা, বাসুদেব সেনঃ ৫ই এপ্রিল ২০২৪; উত্তর ২৪ পরগনা জেলার বাণীপুর বেসিকের রজত জয়ন্তী পালন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বেশ কিছু সাহিত্যানুরাগী মানুষ। ১৯৯৯ সালে তৎকালীন জনতা হলে বেশ কিছু জ্ঞানীগুণী জন এই বেসিক (BASIC) বা বাণীপুর আর্ট সোসাইটি এ্যান্ড ইনস্টিটিউট অব কালচার গঠন করে শিশু কিশোরদের আঁকা ও সঙ্গীত শেখানো দিয়ে শুরু করেন পথচলা। আজ সারা ভারতবর্ষ জুড়ে বেসিকের নাম ছড়িয়ে পড়েছে তার এই সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িত বহু মানুষের সঠিক পথ তৈরি করে দেবার জন্য। রজত জয়ন্তী বর্ষ (১৯৯৯-২০২৪)। জনতা হল দিয়ে যে যাত্রাপথ শুরু হয়েছিল তখনকার সময়ের বেশ কিছু মানুষ আজ আবেগে আপ্লুত করে দিয়েছেন বেসিকের এলাকায় এ সভাকক্ষে। ছিলেন বর্তমান বেসিকের সম্পাদক মৃনাল কান্তি সরকার। উদ্বোধক অরবিন্দ দাস। এছাড়া শুভাশিস চক্রবর্তী ( অহর্ণিশ ), সাহিত্যিক তাপস রায়( সুইনহো স্ট্রিট ),অমিতাভ দাস ( অবগুণ্ঠন ), তমাল বনিক( অনুভব ), গৌরাঙ্গ দাস( ক্রাকার ), সাহিত্যিক রবীন বসু, কবি প্রসূন বন্দোপাধ্যায় , শুভঙ্কর গাইন, প্রিয়াঞ্জলি দেবনাথ, গল্পকার তন্ময় সরকার,শুভশ্রী রায় ,মধুমিতা কর্মকার, অন্তরা উপাধ্যায়, কবি অরুণ কুমার দাস, টুলু সেন ( বাণী বীথিকা ), অরুণ কুমার দত্ত,সৌরভ চট্টোপাধ্যায়, সঞ্জয় ঋষি ( ধ্রুবতারা ) এরকম অনেক বিশিষ্ট জন।

















