মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মহিলার মৃত্যু
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ মাটি বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মাটিয়া থানার অন্তর্গত আরৎদার রোডে বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এদিন মৃত্যু হয় জহরা বিবি নামে ৫৭ বছর বয়সের এক মহিলার। দেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন জহরা বিবির মেয়ে এবং নাতনী বাড়ি ফিরে যাবে বলে তাঁদেরকে গাড়িতে তুলে দিতে যাচ্ছিল ওই মহিলা। সেই সময় দ্রুতগতিতে আসা বেআইনিভাবে মাটি বোঝাই করা একটি ট্রাক্টর ওই মহিলাকে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান। এরপর সেই ট্রাক্টরটির চাকা তাঁর উপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দীর্ঘদিন যাবত প্রকাশ্য দিবালোকে অসাধু ব্যাবসায়ীরা ওই রাস্তা দিয়ে ট্রাক্টর বোঝাই করে মাটি নিয়ে যায়। পূর্বেও এমন দূর্ঘটনা ঘটেছে। ওই এলাকায় যাতে এমন কারবার বন্ধ করা হয় তার জন্য বহুবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি আজও। পুনরায় ওইরূপ দূর্ঘটনা ঘটায় এলাকার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে মাটিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাক্টরটি আটক করে। তবে চালক এখনও পলাতক। চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানায় পুলিশ।

















