নির্বাচনের মুখে রাস্তা ও নদী বাঁধ সংস্কারের দাবি
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ সামনেই অনুষ্ঠিত হতে চলেছে লোকসভা নির্বাচন। রাজনৈতিক নেতৃত্বরা এখন বিপদগ্রস্ত মানুষের কথা ভুলে ব্যস্ত হয়ে উঠেছে তাঁদের নির্বাচনী প্রচার কর্মসূচি নিয়ে। তাই কার্যত বাধ্য হয়েই চৈত্রের তীব্র দাবদাহকে উপেক্ষা করেই পথে নেমে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় এলাকার ক্ষুব্ধ মানুষদের। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেবখালি এলাকা থেকে এমনই চিত্র ধরা পড়ে সংবাদমাধ্যমের ক্যামেরায়। রাস্তা ও নদী বাঁধ সংস্কারের দাবিতে সাহেবখালি এলাকায় দুপুর বারোটা নাগাদ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয় বাসিন্দারা। তাঁদের কথায়, বর্তমানে প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে না কেউ। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত দুলদুলি গ্রাম পঞ্চায়েতের পুরাতন সাহেবখালি এলাকার প্রায় দু কিলোমিটার রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল অবস্থায় রয়েছে। একটু বৃষ্টি হলেই ওই রাস্তায় জমে হাটু সম্মান কাঁদা। যা পেরিয়ে যাতায়াত করতে হয় ওই এলাকার কয়েক হাজার বাসিন্দাদের। পথ চলতে গিয়ে নানান বিপদের সম্মুখীন হয় তাঁরা। পাশাপাশি এই এলাকায় থাকা নদী বাঁধের প্রায় ২০০ মিটার দীর্ঘদিন যাবত সঙ্কটজনক অবস্থায় রয়েছে। আবহাওয়া বেগতিক শুনলেই প্লাবনের আশঙ্কায় ভোগেন তাঁরা। সবকিছু জানা সত্ত্বেও নিরব রাজনৈতিক নেতৃত্বরা। নদী বাঁধ ও রাস্তা সংস্কারের বিষয় নিয়ে বহুবার স্থানীয় ব্লক প্রশাসন ও বিধায়ককে জানিয়েছে ক্ষুব্ধ গ্রামবাসীরা। কিন্তু কোনও সূরাহা না মেলায় এলাকার শতাধিক মানুষ এদিন দুপুরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে শামিল হয়। তাদের দাবি, অবিলম্বে বেহাল অবস্থায় থাকা রাস্তা ও নদী বাঁধ সংস্কার করতে হবে। প্রায় ঘন্টাখানেক ধরে চলে সেই বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলে তাদের বাড়ি পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ।

















