মধ্যমগ্রামে প্রথম অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কলকাতা নৃত্যমেলা – ২৪
দাবদহ লাইভ ইন্দ্রাণী সেনগুপ্ত, মধ্যমগ্রাম : বাংলায় সারা বছরই নানা ধরনের মেলা চলতেই থাকে। এই প্রথমবার উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামের জনকল্যাণ ময়দানে নৃত্য প্রয়াস ডান্স একাডেমির উদ্যোগে দুদিন ব্যাপী অনুষ্ঠিত হলো ভারতের প্রথম “আন্তর্জাতিক কলকাতা নৃত্যমেলা, ২০২৪।” এর আগেও আপনারা বিভিন্ন মেলার নাম শুনেছেন। তবে এবারে বাংলার কৃষ্টিতে নয়া সংযোজন “আন্তর্জাতিক কলকাতা নৃত্যমেলা”। বাংলাদেশ, নেপাল এবং ভারতীয় নৃত্যশিল্পীরা এই মেলায় অংশ গ্রহণ করেন। এদিন সকালে মধ্যমগ্রাম পৌরসভার সামনে থেকে এক শোভাযাত্রার মধ্য দিয়ে একাডেমির নৃত্যশিল্পীরা পদযাত্রা শুরু করে মেলা প্রাঙ্গণে পৌছায়। আর এই পদযাত্রায় পা মেলান মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের ছোট ছোট শিশুরাও। বস্তুত এই স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছরই শিশু সুরক্ষা, শিশুপাচার রোধ থেকে শিশুশ্রম, বাল্যবিবাহ রোধ ও চাইল্ড ট্র্যাফিকিংয়ের কাজ নিয়ে সদা তৎপরত। এদিন মঙ্গলদীপ প্রজ্জ্বলণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন মধ্যমগ্রাম সৃষ্টির পথে সংগঠনের সম্পাদীকা ও বিশিষ্ট সমাজসেবী নূপুর ঘোষ, সংস্থার কর্ণধার স্বর্ণাভ চক্রবর্তী সহ আরও বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এছাড়াও মঞ্চে উপস্থিত সকল বিচারকমন্ডলীকে সম্মাননা প্রদান করা হয়। এক স্বল্প বয়সী নৃত্যশিল্পীর এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই।













