Banner Top

আকাঙ্ক্ষার বর্ষ ব্যাপী জাতীয় রং বাহারি নাট্য উৎসবের সমাপ্তি

দাবদাহ লাইভ, দীপাঙ্ক দেবনাথঃ গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার ১৫৮তম দিনে মহরম্বরে শেষ হলো জাতীয় রং বাহারী উৎসব। এই উৎসবটি ভারতবর্ষের সব থেকে দীর্ঘতম উৎসবের মধ্যে ধরা হয়। নাটকের শহর গোবরডাঙ্গার অন্যতম তরুণ তুর্কি নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার বর্ষ ব্যাপি জাতীয় রং বাহারী উৎসবের  শুভ সূচনা হয়েছিল  গত ১৮ এপ্রিল ২০২৩, শেষ হয়  ৩১ শে মার্চ  ২০২৪ গোবরডাঙ্গা পৌর টাউন হলে। সকালে নৃত্য প্রতিযোগিতা এবং বৈকাল আকাঙ্ক্ষার সদস্য, সদস্যা ও অভিভাবিকা ওদের  ঐকান্তিক প্রচেষ্টায় উদ্বোধনী নৃত্য আকাঙ্ক্ষিত মিলন মঞ্চস্থ হয়। দিল্লি NSD, সাহিত্যকলা একাডেমী সহ দিল্লির একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রূপসজ্জাশিল্পী অনুপ ঘোষ ও কলকাতা পূর্বাঞ্চল সাংস্কৃতিক দপ্তরের অধিকর্তা আশিস গির  বাংলা সংস্কৃতি এবং ঐতিহ্যকে উভয়ের হাতে  তুলে দেন। বিশিষ্ট পরিচালক ও বাংলা চলচ্চিত্র অভিনেতা প্রদীপ ভট্টাচার্য  এবং পূর্বাঞ্চল সংস্কৃতিক দপ্তরের অধিকর্তা আশিস গির বটবৃক্ষে জল সিঞ্চনের মধ্যে দিয়ে এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। আকাঙ্ক্ষার পক্ষ থেকে বিশিষ্ট রূপসজ্জাশিল্পী অনুপ ঘোষ কে জাতীয় রং বাহারি সম্মান, বিশিষ্ট বাংলা চলচ্চিত্র অভিনেতা  প্রদীপ ভট্টাচার্যকে নাট্য যোদ্ধা সম্মান, বিশিষ্ট শিক্ষক এবং সাংবাদিক পবিত্র মুখোপাধ্যায় কে স্বর্গীয় নিত্যানন্দ দত্তের স্মৃতিতে জীবন কৃতি সম্মান, বিশিষ্ট কবি  রিনা গিরি কে সৃজন সম্মান ও বিশিষ্ট নৃত্যশিল্পী  বনানী বোস কে আকাঙ্ক্ষা সম্মানের সম্মানিত করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণেশ্বর কোমল গান্ধারের কর্ণধার মুরারি মুখোপাধ্যায়, গোবরডাঙ্গা নকসার কর্ণধার আশিস দাস। ওঁনারা প্রত্যেকেই তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে তরুণ প্রজন্মের এই নাট্যদল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার  ১৫০ দিন অতিক্রমের লক্ষ্য পূরণ কে  সাধুবাদ জানান। বর্ষ ব্যাপী এই উৎসবের মধ্যে ছিল  সাহিত্য পাঠের আসর,কবিতা পাঠ, চলচ্চিত্র দেখা, বিদ্যালয়ের ভিত্তিক প্রতিযোগিতা, দলের নাট্যকর্মশালা, বিদ্যালয়ের ভিত্তিক নাট্য কর্মশালা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা,বিশেষ সম্মান প্রদান ও বিশেষ বিশেষ  দিন পালন। সারা বছরের এই উৎসবে  ১৩ টি নাটক মঞ্চস্থ হয়। বছর জুড়ে ছিল রঙিন উৎসব। বর্ষব্যাপী উৎসবে শেষ দিনে ছিল সন্ধ্যায়  তিনটি নাটক ও ম্যাজিক শো  খাঁটুরা উচ্চ বালিকা বিদ্যালয় প্রযোজিত জাতীয় স্তরে দ্বিতীয় স্থান অধিকারী ইংরেজি ভাষায় নাটক পার্সোনাল সেফটি, চাঁদপাড়া অ্যাক্টো প্রযোজিত  ছাঁচ ভাঙার গান, গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার প্রযোজনায় স্পোর্টসম্যান। রচনা ও নির্দেশনায়  প্রতাপ সেন। অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে ম্যাজিক শো এর মাধ্যমে পরিবেশনায়  সুভাষ চক্রবর্তী। এটি একটি রূপক ধর্মী প্রযোজনা  বিশ্ববরেণ্য কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী ভিত্তিক একটি ম্যাজিক শো। গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার  উৎসবে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। আকাঙ্ক্ষার  সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত জানান, আমাদের এই ১৫০ দিনের লক্ষ্য পূরণের অঙ্গীকার সম্পূর্ণ। প্রমথনাথ বসুর স্মৃতি বিজড়িত গোবরডাঙ্গা পৌর টাউন হলে ১৫৮ তম দিনে আমরা শেষ করলাম আমাদের বর্ষ ব্যাপি জাতীয় নাট্য মেলা ২৩-২৪। বাংলার হারিয়ে যাওয়া শিল্প সংস্কৃতি নিয়েই ছিল আমাদের এই উৎসব সেই শিল্প-সংস্কৃতিকে ধরে রাখা  এবং তরুণ প্রজন্মকে থিয়েটার মুখী করার যে উদ্দেশ্য আমাদের এই উৎসবে ছিল  সেই উদ্দেশ্য সফল।

নিউজ এক ঝলকে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ বারাসাতে

সাংবাদিক নিগ্রহের প্রতিবাে বারাসাত প্রেসক্লাব

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শোভন শিল্প সাহিত্য পত্রিকার উদ্বোধন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

শ্যামল মিত্রের জন্মদিন পালন

বারাসাতের কাছারি ময়দানের জনসভায় জনস্রোত ‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় জনস্রোত বারাসাতে

শিশু কিশোরদের নব সোপানের শৈত্য উৎসব

শিশু কিশোরদের শৈত্য উৎসব নব সোপানের

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

বারাসাতে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই বাড়ির ভগ্ন দশা‌

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

ক্যারেটলেন বিপণনের উদ্বোধন মধ্যমগ্রামে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

পূর্ব ভারতে ক্যারাটল্যানের ৭৪তম শোরুমের উদ্বোধন বারাসাতে

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

হাবড়া নান্দনিকের উদ্যোগে বিদ্যালয়ে নাট্য কর্মশালা

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

স্পোর্টস কমপ্লেক্সে সূচনা মধ্যমগ্রামের এল আই সি‌ টাউনশিপে‌

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনায় ডিআরএম অসহায়

রেল চত্বরে অগ্নিকান্ডের ঘটনা, নিরাপত্তা সংক্রান্ত আবেদন করেন ডিআরএম

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

রেড রোডে ভয়াবহ দূর্ঘটনায় আতঙ্ক

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

আত্মহত্যার চেষ্টায় ব্যহত মেট্রোরেল পরিষেবা

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

সমাজ মাধ্যমে আগ্নেয়াস্ত্র হাতে ছবি পোস্ট, ধৃত তরুণী

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পাঁচ দিনের সাহিত্য উৎসব ও লিটিল ম্যাগাজিন মেলা 

পুষ্প প্রদর্শনী মেলা মধ্যমগ্রামে

মধ্যমগ্রাম ফ্লাওয়ার্স  লাভার্স এর পুষ্প প্রদর্শনী

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং-এর

জেলা জুড়ে মনরেগা বাঁচাও সংগ্রামের ডাক গ্রামীণ কং এর

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

ডিজিটাল অ্যারেস্টের নামে কোটি টাকার প্রতারণা, ধৃত ২

আকাঙ্ক্ষার বর্ষ ব্যাপী জাতীয় রং বাহারি নাট্য উৎসবের সমাপ্তি
User Review
0% (0 votes)
Banner Content
Dabadaha is a News Media House under the Brand of Dabadaha Live ( দাবদাহ লাইভ) via Website as WEB NEWS

0 Comments

Leave a Comment