হাবড়া নান্দনিক উৎসব
দাবদাহ লাইভ, হাবরা, অনন্ত চক্রবর্তী: জেলার অন্যতম নাট্যদল “হাবড়া নান্দনিক” -এর আয়োজনায় শুরু হলো নাট্যমেলা “নান্দনিক উৎসব ২০২৩-২৪”। এই নাট্যমেলা চলবে আগামী রবিবার, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত। তিন দিনের এই নাট্য মেলার আজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যাভিনেতা জীবন অধিকারী, নাট্য ব্যক্তিত্ব সুশান্ত মজুমদার সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। “হাবড়া নান্দনিক” নাট্যদল প্রতিবছর তাদের নাট্যোৎসবে নাটকের সাথে জুড়ে থাকা একজন বিশিষ্ট ব্যক্তির হাতে সারা জীবনের স্বীকৃতি স্বরূপ ‘নান্দনিক সম্মান’ তুলে দেয়। এ বছরের নান্দনিক সম্মান তাঁরা তুলে দেন বিশিষ্ট অভিনেতা পরিতোষ ঘোষের হাতে । পরিতোষবাবু প্রায় ৫০ বছর জেলায় বিভিন্ন নাট্য দলে সুনামের সহিত অভিনয় করেছেন এবং নাট্যাভিনেতা হিসেবে তাঁর অবদান আজ সর্বজনবিদিত। এরপর মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা নান্দনিকের সুদীর্ঘ পথ চলার ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁদের বক্তব্যের মূল বিষয় ছিল নাটকের প্রয়োজনীয়তা এই সমাজে ছিলো, আছে ও থাকবে। ভারত সরকারের সাংস্কৃতিক মন্ত্রকের আর্থিক সহায়তায় আয়োজিত “নান্দনিক উৎসবে” থাকছে নাটক, মাইম ও সেমিনার । সেমিনারের বিষয় হল “বাংলা নাটকের অতীত ও বর্তমান”। সেমিনারে বলবেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব আশিস দাস ও নাট্য আকাদেমির সদস্য আশিস চট্টোপাধ্যায়। সঞ্চালক হিসেবে উপস্থিত থাকছেন বিশিষ্ট লেখক ভবানী ঘটক। তিন দিনের এই নাট্যোৎসবে হাবড়া নান্দনিক উপস্থাপন করবে তাদের এ বছরের সাড়া জাগানো পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমীর আর্থিক সহায়তায় নির্মিত এবং বাদল সরকার রচিত নাটক ‘আবু হোসেন’। নির্দেশক দেবব্রত দাস। এছাড়াও এই উৎসবে “দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা” পরিবেশন করে “যাতা বুড়ির কুয়ো”। গোবরডাঙ্গা মৃদঙ্গম এর ‘এ পলিটিক্যাল ড্রিম’, সুনীল নগর ড্রামা সেন্টারের এক আহাম্মকের গল্প, ঠাকুরনগর থিয়েক্ট্রিক্স-এর মূকাভিনয় ও “কথাপ্রসঙ্গ নাট্য দলের” “মহুয়া সুন্দরীর পালা”, পরিবেশিত হবে। সূচনা অনুষ্ঠানের নান্দনিকের হয়ে উপস্থিত ছিলেন নান্দনিকের নির্দেশক ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব দেবব্রত দাস। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তিমির বিশ্বাস। সূচনালগ্নের এই অনুষ্ঠানকে ঘিরে দর্শক সাধারণের উৎসাহ- উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

















