আটক ভুয়ো পুলিশ
দাবদাহ লাইভ, বৈশাখী সাহা, উত্তর ২৪ পরগনাঃ নিজেকে পুলিশ পরিচয় দিয়ে কর্মরত পুলিশ কর্মীর সাথে বচসার জেরে বিধাননগর উত্তর থানার পুলিশের হাতে গ্রেফতার হয় এক ব্যাক্তি। উত্তর ২৪ পরগনা জেলার সল্টলেক সিটি সেন্টার এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, এদিন দুপুর দুটো নাগাদ সল্টলেক সিটি সেন্টার এলাকায় নাকা চেকিং করার সময় পুলিশের হেলমেট পড়া মদ্যপ অবস্থায় থাকা এক বাইক আরোহীকে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির চালকের পরিচয় জানতে চায় কর্মরত পুলিশ কর্মী। সেই সময় ওই বাইক আরোহী কেষ্টপুরের বাসিন্দা সঞ্জয় কাঞ্জিলাল নিজেকে কলকাতা পুলিশের কর্মী বলে পরিচয় দেয়। সে পুলিশ কর্মীকে হুমকি এমনকি সরকারি কাজে বাধা দিতে গিয়ে বচসায় জড়িয়ে পড়ে। ওই ব্যাক্তির কথা শুনে সন্দেহ হওয়ায় বিধান নগর উত্তর থানার পুলিশ ফোন করে কলকাতা পুলিশের কাছে। ফোন করে জানতে পারে সঞ্জয় কাঞ্জিলাল নামে কোনও ব্যাক্তি কলকাতা পুলিশে কর্মরত নয়। বিষয়টি জানতে পেরে মদ্যপ অবস্থায় থাকা সেই ভুয়ো পুলিশ কর্মীকে গ্রেফতার করে বিধান নগর উত্তর থানার পুলিশ।

















