দত্তপুকুরে এক ব্যক্তির ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য
দাবদাহ লাইভ, বারাসাত, শ্যামল করঃ সম্প্রতি, উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর থানার অন্তর্গত দত্তপুকুর টালিখোলা এলাকার এক ব্যক্তির গাছের সঙ্গে ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বুলবুল পাল তিনি পেশায় একজন শিল্পী ছিলেন, পাশাপাশি আরো জানা যায় যে তিনি নেহাতই একজন সৎ মানুষ ছিলেন, তাছাড়া তার কোন রকমের শত্রু ছিল না বলেই জানিয়েছেন মৃতের আত্মীয়-স্বজন। এই ঘটনায় শোক প্রকাশ করেছে মৃতের বাল্যকালের বন্ধু তবে কি কারণে এই মৃত্যু সেটা এখনো অজানা। এই প্রসঙ্গে বিজেপির আমডাঙ্গা মন্ডল সভাপতি অমিত দাস জানিয়েছেন, ৫ দিনের মধ্যে প্রশাসন এই মৃত্যুর রহস্যের কিনারা না করতে পারলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।

















